আজকাল ওয়েবডেস্ক: আগামিকাল, রবিবার ফের রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবেন রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা। রবিবার সন্ধে ছ'টা নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় ২০০ জন আক্রান্তকে নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। কিন্তু রাজভবনে ঢোকার মুখে তাঁদের আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যে অভিযোগের ভিত্তিতে রাজ্যের রিপোর্ট তলব করেন রাজ্যপাল। তারপরেই হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু।
শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ জানান, রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইলে বিরোধী দলনেতাকে ফের আবেদন করতে হবে। রাজভবন অনুমতি দিলে, তিনি দেখা করতে পারবেন। সেদিনই আবেদন করেন শুভেন্দু। রাজভবনের তরফে রবিবার তাঁদের দেখা করতে বলা হয়।