আজকাল ওয়েবডেস্ক:‌ রাত পোহালেই বড়দিন। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। বুধবার বিকেলের পর থেকেই পার্ক স্ট্রিট সহ ময়দান, ধর্মতলা চত্বরে মানুষের ভিড় বাড়তে থাকবে। সে কথা মাথায় রেখেই কলকাতা পুলিশের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে পার্ক স্ট্রিট চত্বরে। জানা গেছে, দেড় হাজার পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে পার্ক স্ট্রিট চত্বরে। এছাড়াও ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমেও নজরদারি চলবে। বুধবার বিকেলের পর থেকে পার্ক স্ট্রিট সহ সংলগ্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। 


কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার ২৪ ডিসেম্বর বিকেল ৪ টের পর থেকেই পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত যা বজায় থাকবে। তারপর আবার ২৫ ডিসেম্বর বিকেল চারটে থেকে শুক্রবার ২৬ ডিসেম্বর কতক্ষণ যান নিয়ন্ত্রণ করা হবে তা ঠিক করবেন ডিসি ট্রাফিক। শুধু পার্ক স্ট্রিট নয়, ময়দানমুখী রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। তবে পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ কতক্ষণ চলবে তা ডিসি ট্রাফিকের উপরে নির্ভর করবে বলে জানানো হয়েছে।


অত্যধিক ভিড়ের কথা মাথায় রেখে এজেসি বসু রোড, স্ট্র্যান্ড রোড কিংবা ধর্মতলা থেকেই একাধিক দিকে যাওয়া গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প পথ দিয়ে গাড়িগুলিকে ঘুরিয়েও দেওয়া হতে পারে। এর পাশাপাশি মিডলটন স্ট্রিট, হো চি মিন সরণি, লিটল রাসেল স্ট্রিট, ক্যামাক স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ওয়ান ওয়ে থাকবে। আবার পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছে এমন রাস্তা যেমন, রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং বন্ধ থাকবে। অর্থাৎ এখান থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যাবে না।


এর পাশাপাশি একাধিক রাস্তায় ‘নো পার্কিং’ জোন মসৃণ করা হয়েছে। তালিকায় ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একাধিক রাস্তা রয়েছে। অন্যদিকে পার্ক স্ট্রিট–সহ সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে। দেড় হাজার পুলিশকর্মীর পাশাপাশি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, অ‍্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র‌্যাঙ্কের আধিকারিকরা দায়িত্বে থাকবেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ, এসবি, মহিলা পুলিশও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। 

এটা ঘটনা, প্রতিবারই বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় পার্ক স্ট্রিটকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ।