তীর্থঙ্কর দাস: গার্ডেনরিচ উড়ালপুলে দুর্ঘটনা, তাতে জখম হলেন কর্তব্যরত পুলিশকর্মী। রাতের শহরে ফের আহত পুলিশকর্মী। রবিবার রাত ১:৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে ।ওই সময়ে নিয়মিত নাকা চেকিং চলছিল উড়ালপুলে। ঠিক তখনই বেপরোয়া গতিতে আসা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গার্ড রেলে। ধাক্কার কারণে গার্ড রেল পড়ে গিয়ে জখম হন কর্তব্যরত সাব ইন্সপেক্টর রাজেশ মোদক ।  


রবিবার রাতে গার্ডেনরিচ উড়ালপুলে ওই বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। বাঁ কানে আঘাত লাগে সব ইন্সপেক্টরের। রাতেই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্ত বাইকআরোহীর নাম অর্জুন সিংহ। বয়স ১৮ বছর। তিনি গার্ডেনরিচ থানা এলাকার শ্যামলাল লেনের বাসিন্দা। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। হেলমেট না পরে বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।  একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও।

এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যুবক মত্ত অবস্থায় ছিলেন কি না, তা-ও দেখছে পুলিশ।