আজকাল ওয়েবডেস্ক: শিয়ালদহ রেলওয়ে স্টেশনের একটি জনপ্রিয় খাবারের দোকান। তার ভেতর এ কী কাণ্ড? খাবারের ট্রের উপর দিয়ে অবাধে ছোটাছুটি করছে কিছু ইঁদুর। এমনই এক ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে যাত্রীস্বাস্থ্য ও রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে নেটিজেনরা। সামাজিক মাধ্যমে রীতিমত ঝড় উঠেছে। রেল কর্তৃপক্ষের গাফিলতি ও দোকানদারদের এহেন অবহেলার বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন সকলে।

 

ভিডিওটি একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছে৷ ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল। ওই ভিডিওতে দেখা গিয়েছে, শিয়ালদহ স্টেশনের এক পুরনো দোকানের ভেতর রাখা খোলা খাবারের ট্রের উপর দিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে কিছু ইঁদুর। উল্লেখিত দোকানে নানা রকমের স্ন্যাক্স পাওয়া যায় বলে জানা গিয়েছে। কিন্তু ভিডিওতে যা ধরা পড়েছে, তা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটিজেনরা। ভিডিওর শুরুতে সাধারণ খাবারের দৃশ্য হলেও কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায়, খাবারের উপরে দিব্যি দৌড়চ্ছে ইঁদুর।

 

সবচেয়ে উদ্বেগের বিষয়, ভিডিওতে কোথাও দেখা যায়নি দোকানের কোনও কর্মী ইঁদুরগুলি তাড়ানোর চেষ্টা করছেন। খবর অনুযায়ী রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি দোকান মালিককে জরিমানা করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা এখনও যাচাই করে দেখা হয়নি বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: ছবি তোলাই লক্ষ্য! রোগীকে বিস্কুট দিয়েই ফের কেড়ে নিলেন বিজেপি নেত্রী, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

 

ভিডিওটি ভাইরাল হতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বহু মানুষ। এক ব্যক্তি মন্তব্য করে বলেছেন, "এই রকম নোংরা খাবার দোকানদারদেরই খাওয়ানো উচিত।" আর একজন লিখেছেন, "গতকালই ওই দোকান থেকে স্যান্ডউইচ কিনেছিলাম। আর আজ এই ভিডিওটা দেখছি!"

 

আরও অনেকেই কমেন্ট সেকশনে নানা ধরণের অভিযোগ করেছেন। ভারতের রেলস্টেশনগুলিতে নোংরামি যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। এক ব্যবহারকারীর মন্তব্য, "রেলস্টেশন মানেই তো অপরিচ্ছন্নতা।" কেউ কেউ আবার বিষয়টি নিয়ে ঠাট্টা তামাশাও করেছেন। একজন লিখেছেন, "আরেঃ ও তো রেলওয়ের কোয়ালিটি কন্ট্রোল অফিসার! রেলই তো নিয়োগ করেছে।" অন্য একজন যোগ করেন, "তাই বুঝি এত সুস্বাদু লাগে খাবারটা।"

 

এক ব্যক্তি বলেন, "এটা খুবই সাধারণ ঘটনা ভারতীয় রেলওয়েতে। ট্রেন হোক কিংবা স্টেশন, খাবারদাবারের ক্ষেত্রে ভারতীয় রেল সবথেকে নোংরা। আমি নিজেই সিএসএমটি স্টেশনের দোকানে ইঁদুর-তেলাপোকা ঘোরাফেরা করতে দেখেছি।"

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই এমনই একটি ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের লখনউতে। সেখানকার একটি জনপ্রিয় মিষ্টির দোকানের ভিডিওতে দেখা গিয়েছিল, 'মাখন মালাই' তৈরির খাবারের ট্রের উপর দৌড়চ্ছে একাধিক ইঁদুর। ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন ফুড ইউটিউবার 'টেস্ট অফ স্ট্রিট'। সেই ঘটনা নিয়েও রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন সাধারণ মানুষ থেকে নেটপাড়া। 

 

এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন রেল স্টেশনে খাবারের দোকানগুলিতে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার মান কতটা নিচু স্তরে অবস্থান করছে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আরও একবার সকলের সামনে প্রকাশ পেল৷