আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার বাংলায় মরশুমের শীতলতম দিন। কলকাতায় পারদ নেমেছে ১১ ডিগ্রির ঘরে। তীব্র ঠান্ডার আমেজ চলতি সপ্তাহ জুড়েই পাওয়া যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শীতের দাপুটে ব্যাটিং জারি থাকবে আরও এক সপ্তাহ।
জাঁকিয়ে ঠান্ডার মাঝে ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান এবং দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে মাঝারি বৃষ্টি, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অসময়ের বৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে।
হাওয়া অফিস আরও জানাচ্ছে, বৃষ্টির পর তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। এরপরে টানা তিনদিন কনকনে ঠান্ডার আমেজ থাকবে। জানুয়ারির শেষ থেকে তাপমাত্রার পারদ ফের চড়বে।