টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় দম্পতি ঐশ্বর্য শর্মা এবং নীল ভট্ট। বেশ কয়েকদিন ধরে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই জল্পনাই সত্যি হল। আচমকা 'বিগ বস ১৭'-র প্রতিযোগী এই দম্পতির বিবাহিত জীবনে নেমে এসেছে বিচ্ছেদের ছায়া। বলিপাড়ার খবর, এই তারকা জুটি সম্প্রতি আইনিভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। এক সময় যাঁদের প্রেম কাহিনি দর্শকদের মুগ্ধ করেছিল, সেই সম্পর্কই আজ নাকি ইতি টানতে চলেছে।
স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ঘুম হ্যায় কিসিকে পেয়ার মে’-এর সেটে প্রথম দেখা হয়েছিল ঐশ্বর্য ও নীলের। অনস্ক্রিনে তাঁদের রোম্যান্স পর্দা পেরিয়ে রূপ নেয় বাস্তব জীবনে। ২০২১ সালে বেশ ধুমধাম করে গাঁটছাড়া বাঁধেন তাঁরা। হাজির ছিলেন টেলিভিশন দুনিয়ার বহু পরিচিত মুখ। ২০২৩ সালে তাঁরা 'বিগ বস'-এর অংশ নেন। রিায়ালিটি শো-এ তাঁদের মাখোমাখো প্রেম শুধু অন্যান্য প্রতিযোগিদেরই নয়, নজর কেড়েছিল দর্শকেরও। বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন নীল-ঐশ্বর্য। কিন্তু বিয়ের চার বছরের মধ্যে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তাঁরা। বলিপাড়ার খবর, বেশ কিছুদিন ধরেই নীল-ঐশ্বর্য আলাদা থাকছেন। সূত্রের দাবি, দু’জনের মধ্যে নানা বিষয়ে মতের অমিল তৈরি হয়, যা শেষ পর্যন্ত সম্পর্কের ভাঙনের দিকে নিয়ে যায়।

‘বিগ বস ১৭’-এর মাধ্যমে ঐশ্বর্য ফের আলোচনায় এসেছিলেন। তাঁর খোলামেলা স্বভাব ও আবেগপূর্ণ ব্যক্তিত্ব দর্শকদের নজর কাড়ে। তবে অনুষ্ঠানের পর থেকেই নাকি তাঁদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। নীল তখনও টেলিভিশনের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, অন্যদিকে ঐশ্বর্য নিজের কেরিয়ারকে নতুনভাবে গড়তে শুরু করেন।
সম্প্রতি ঐশ্বর্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “আমি এতদিন চুপ ছিলাম কারণ আমি আমার শান্তি বজায় রাখতে চেয়েছিলাম। কেউ যদি আমার নামে গুজব ছড়ায়, তবে দয়া করে থামুন।” এই পোস্টের পর থেকেই জল্পনা তীব্র হয় যে, তাঁদের সম্পর্কের টানাপোড়েন সত্যিই গভীর পর্যায়ে পৌঁছেছে।যদিও নীল বা ঐশ্বর্য কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি, তাঁদের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে যে, আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।একসময় যে জুটিকে ‘পারফেক্ট কাপল’ বলা হত, তাঁদের সম্পর্কের ইতি ঘটছে,এমন খবরে হতাশ ভক্তরা।
