আজকাল ওয়েবডেস্ক: সকালবেলা ঘুম ভাঙলে প্রথমেই চোখ থাকে খবরে, গাড়িতে তেল ভরতে হবে। প্রতিদিনের কাজে বেরোনোর ক্ষেত্রে নিত্যসঙ্গী দু’চাকা এবং চার চাকার যান। আর তাতে পেট্রোল কিংবা ডিজেল ভরা অবশ্যই দরকার। তাহলে চলুন দেখে নিই বুধবার কী বলছে অপরিশোধিত তেলের দাম?


 

কলকাতায় কুড়ি নভেম্বর বুধবার পেট্রোলের দাম  ১০০ এর বেশি। লিটার পিছু পেট্রোলের দাম ১০৪ টাকা ৯৫ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম কমেছে কিছুটা। এদিন সকাল থেকে যাচ্ছে ৯২.৪৪ টাকা প্রতি লিটার। 


 

এবার অন্য মেট্রোপলিটন শহরের দিকে চোখ রাখা যাক। মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৪৪ টাকা। আর ডিজেলের দাম ৮৯.৯৭ টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোলের দাম কমেছে। পেট্রোলের দাম ১০০.৮৯ টাকা প্রতি লিটার। আর ডিজেলের দাম যাচ্ছে লিটার পিছু ৯২.৩৯ টাকা। দেশের রাজধানী দিল্লিতে এই দাম তুলনায় কম। ৯৪.৭৭ টাকা প্রতি লিটার পেট্রোল আর ডিজেল লিটার পিছু ৮৭.৬৭ টাকা। 
 

 

শুধু মেট্রোপলিটন শহরেই নয়, এই পেট্রোল আর ডিজেলের দামের হেরফের হয় একই রাজ্যের ভিন্ন শহরগুলিতে। পশ্চিমবঙ্গের অন্য বড় শহরগুলোর মধ্যে বাঁকুড়ায় ১০৫.৫৪ টাকা, হুগলিতে ১০৫.৫৬ টাকা, দার্জিলিং -এ ১০৪.৮৫ টাকা, ঝাড়গ্রামে ১০৫.৯৮ টাকা এবং মালদায় ১০৪.৭৯ টাকা প্রতি লিটার পেট্রোলের দাম। অন্যদিকে এই শহরগুলিতে ডিজেলের দাম যথাক্রমে ৯২.৩২ টাকা, ৯২.৩৩ টাকা, ৯১.৬৭ টাকা, ৯২.৬৮ টাকা এবং ৯১.৬১ টাকা।