আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে জোরদার প্রতিবাদের মাঝেই খাস কলকাতায় আবারও তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। এবার চলন্ত বাসে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন বাসযাত্রীরা। কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

মঙ্গলবার সকাল সাড়ে ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রুবির মোড়ে। উল্টোডাঙাগামী একটি বাসে শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে। তরুণী ফুলবাগানের দিকে যাচ্ছিলেন। আচমকা ভিড় বাসে পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। শ্লীলতাহানির ঘটনাটি টের পেতেই চিৎকার করেন তরুণী। তারপরেই ভিড় বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন যুবক। তাঁকে ধরে ফেলেন বাকি বাসযাত্রীরা। 

 

বাস থেকে অভিযুক্ত যুবককে নামিয়ে বেধড়ক মারধর করেন বাসযাত্রীরা। এরপর রুবির মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে অভিযোগ জানান তরুণী। ওই পুলিশ তরুণী ও অভিযুক্ত যুবককে নিয়ে কসবা থানায় যায়। কসবা থানায় যুবকের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে তরুণীর পরিবার। তরুণীর শ্লীলতাহানির অভিযোগ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে কসবা থানাতেই রয়েছে সে। ঘটনার তদন্ত চলছে।