আজকাল ওয়েবডেস্ক: ইমেল, পাল্টা ইমেল। চিকিৎসকদের সঙ্গে বসে আলোচনায় উদ্যোগী রাজ্য সরকার। এই নিয়ে সরকারের তরফ থেকে তৃতীয় ইমেল গেল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাছে।
নিজেদের একগুচ্ছ দাবী নিয়ে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অবস্থান বৃহস্পতিবারে তৃতীয় দিনে পড়েছে। এর আগে দু’ বার সরকারের পক্ষ থেকে বৈঠকের জন্য ইমেল করা হলেও, বেশকিছু শর্ত দিয়েছিলেন চিকিৎসকরা। বুধবার চিকিৎসকরা একগুচ্ছ শর্ত দিলে, রাজ্যের মুখ্যসচিব সাফ জানিয়েছিলেন, খোলামেলা আলোচনায় শর্ত থাকে না।
তবে বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে ফের ইমেল গেল জুনিয়র চিকিৎসকদের কাছে। কী কী বলা হল তাতে?
চিকিৎসকরা দাবি করেছিলেন, ৩০ জন যাবেন আলোচনার জন্য, কমপক্ষে ২৬ কলেজের ২৬ জন। এদিনের চিঠিতে সরকার জানাল, ১৫ জনের বেশি যাওয়া সম্ভব নয়।
বৈঠক শুরু হবে বিকেল ৫টায়। ৪.৪৫-এর মধ্যে পৌঁছতে হবে নবান্নতে। ১৫ জনের তালিকায় থকাছেন কারা কারা, জানাতে হবে সরকারকে।
আন্দোলনকারী চিকিৎসকরা বারবার দাবি করেছিলেন, চিঠিতে উল্লেখ থাকছে না মুখ্যমন্ত্রীর উপস্থিতির কথা। এদিনের ইমেলে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন সেকথা জানানো হল।
স্বচ্ছতার দাবি নিয়ে বৈঠকের লাইভ সম্প্রচার চেয়েছিলেন আন্দোলনকারীরা। সরকারের তৃতীয় ইমেলে বলা হল, বৈঠক লাইভ না হলেও, স্বচ্ছতা বজায়ের জন্য সমগ্র বৈঠক রেকর্ড করতে পারবেন জুনিয়র চিকিৎসকরা।
