আজকাল ওয়েবডেস্ক: ফের সল্টলেকে আগুন। এবার বিডি ব্লকে একটি বাড়ির দোতলায় আগুন। বাড়ির ঠাকুর ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাড়ির লোকজন। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে খবর দেয় দমকলে। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর তিনটে নাগাদ এই আগুন লাগে। সেই সময় বাড়িতে ছিলেন ৯৫ বছরের এক বৃদ্ধা–সহ চারজন। ধোঁয়া দেখতে পেয়ে বাড়ি থেকে সবাই নেমে আসেন। এরপর প্রতিবেশীরা বৃদ্ধাকে দোতলা থেকে নামিয়ে আনেন। বাড়ির আসবাবপত্র পুড়ে যাওয়া ছাড়াও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। ঠাকুর ঘরে মোমবাতি থেকে এই আগুন লেগেছে বলে জানিয়েছেন বাড়ির লোকজন। ঘটনাস্থলে দুটি ইঞ্জিন আসে। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধেয় ভিআইপি রোডের ওপর লেকটাউনের মোড়ে এক নামী রেস্তোরাঁয় আগুন লেগেছিল। লেকটাউনে ক্লক টাওয়ারের উল্টোদিকেই রাস্তার ওপর সিমলা বিরিয়ানিতে আগুন লেগেছিল। রান্নার গ্যাস থেকেই আগুন লেগেছিল বলে জানায় দমকল। দমকলের দুটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই।
জানা গিয়েছিল, দোকানের পিছনদিকে আগুন লাগে। সেই সময় রান্না করছিলেন কর্মীরা। আচমকা ধোঁয়া বেরোতে দেখে রেস্তোরাঁয় যারা ছিলেন সকলেই আতঙ্কিত হয়ে হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে আসেন।
অন্যদিকে, গত রবিবার রাতে নাজিরাবাদ এলাকায় কারখানা এবং প্যান্ডেল সামগ্রীর গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন এতটা ভয়াবহ ছিল, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।
দমকলের ১২টি ইঞ্জিনের ৭২ ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিদগ্ধ দেহগুলির অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায়, অনেকের দেহ এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার গভীর রাতে আনন্দপুরের নাজিরাবাদ অগ্নিকাণ্ড মামলায় গ্রেপ্তার করা হয়েছে ডেকরেটার্স ব্যবসায়ী গঙ্গাধর দাসকে (৫৯)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত পূর্বচড়া গ্রামে। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে ডেকরেটার্সের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। বুধবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ ৩০ জানুয়ারি পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। বারুইপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ পাঠক নরেন্দ্রপুর থানাকে এই নির্দেশ কার্যকরী করার জন্য অর্ডার দিয়েছেন।
