আজকাল ওয়েবডেস্ক: ই এম বাইপাসের ঝুপড়িতে আগুন। জানা গিয়েছে, এক বাড়ি থেকে ছড়িয়েছে আগুন। কালিকাপুরের কাছে লেগেছে এই বিধ্বংসী আগুন। এই মুহূর্তে উপস্থিত হয়েছে দমকলবাহিনী। আগুন নেভানোর কাজ চলছে। 

 

 

খবর পেয়ে দ্রুত দমকলের দুটি ইঞ্জিন উপস্থিত হয়। পরে যায় আরও ইঞ্জিন। জানা গিয়েছে, সন্ধ্যের দিকে লেগেছে আগুন। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। ওই ঝুপড়ি অবস্থিত জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো সংলগ্ন এলাকায়। আট থেকে দশটি বাড়ি ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকে লেগেছে এই আগুন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেল পাঁচটা চল্লিশ নাগাদ আগুন লাগলে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকল আসে বেশ কিছুটা দেরিতে।  

 

 

এ মাসের শুরুতেই সুপ্রিয়া নস্কর নামে এক বাসিন্দা ভাড়া এসেছিলেন এখানে। আরেক বাসিন্দা মমতা চৌধুরী গত ১২ ধরে বসবাস করছেন এই ঝুপড়িতে। বিধ্বংসী আগুনে সব শেষ তাদের। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতে পারেননি কিছুই। কান্নায় ভেঙে পড়েছেন সকলে। প্রথমে একটি ঝুপড়ি, সেখান থেকে বাকি ঝুপড়িতে ছড়িয়ে পড়ে আগুন। কী থেকে লেগেছে আগুন তা এখনও স্পষ্ট নয়। ঝুপড়ির পাশেই রয়েছে বেশ কিছু বহুতল এবং রেস্তোরা। সেখানে ছড়িয়ে পড়তে পারেনি আগুন। 

 

 

এর আগে এই বছরই ই এম বাইপাসের ধারে লাগে আগুন। গত ফেব্রুয়ারি মাসে আনন্দপুর বস্তিতে লাগা আগুনে ধ্বংস হয়েছিল ৫০ টিরও বেশি ঝুপড়ি। সে বার সিলিন্ডার ফেটে হয় বিস্ফোরণ। সেখান থেকে লাগে আগুন। পরে দমকলের চারটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।