আজকাল ওয়েবডেস্ক: ডানার দুর্যোগ সামাল দিতে একদিকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে একে একে, সময় যত এগোচ্ছে বাড়ছে ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্ক। তার মাঝেই খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আতঙ্ক এলাকাজুড়ে।

 

ঘটনাস্থল টেরিটি বাজার। বাজার এলাকা, ঘিঞ্জি। দীপাবলির ঠিক আগে সন্ধের বাজারে ভিড় ছিল ভালই। বুধবার সন্ধেয় সেখানে পরপর দোকানে আগুন ছড়িয়ে পড়ে বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এলাকায় একটি কাঠের দ্রব্যাদি তৈরির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাহ্যবস্তু থেকে সহজেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানে।

 

এমনিতেই টেরিটি বাজার ঘিঞ্জি এলাকা, বাজার এবং জনবসতিপূর্ণ। স্বাভাবিক ভাবেই দ্রুত বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্ক এলাকায়। এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়। দোকানের সব মানুষকে সুরক্ষিতভাবে সরিয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। 

 

শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ১২টি ইঞ্জিন। চেষ্টা চলছে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের। আগুন নেভানোর কাজে হাত মিলিয়েছেন স্থানীয়রা। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, নিয়ন্ত্রণে আসেনি বিধ্বংসী আগুন।