আজকাল ওয়েবডেস্ক: ফের শহরে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে ১৭৯ এজেসি বোস রোডের একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের তিনতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎক্ষণাৎ ওই বহুতল থেকে সকলকে বের করে আনা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। অগ্নিসংযোগের সঠিক কারণও জানা যায়নি এখনও।
