আজকাল ওয়েবডেস্ক: ১৪ আগস্ট মধ্যরাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এর আগেও তলব করেছিল লালবাজার। দলের সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে, বিশাল মিছিল করেই লালবাজারে গিয়েছিলেন বাম যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। এবার আরজি কর কাণ্ডে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দিন কয়েক আগেই মিনাক্ষীকে হাজিরা দেওয়ার কথা বলা হয়। বৃহস্পতিবার সকালে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, মিনাক্ষী যাবেন তদন্তকারী সংস্থার দপ্তরে। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ তিনি সিজিওতে পৌঁছেছেন।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে প্রথম থেকেই সরব মিনাক্ষী। ৯ তারিখ তিনি গিয়েছিলেন আরজি করে। তাঁর নেতৃত্বেই ১১ তারিখ থেকে আরজি করের সামনে অবস্থানে বসেছিল বাম যুব নেতৃত্ব। ইতিমধ্যে বামেরা মিছিল ছাড়াও, লালবাজার অভযান কর্মসূচি, অবস্থান করেছে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে হামলার ছকে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। কলতানের মুক্তির দাবিতেও পথে নেমেছে বাম নেতৃত্ব। তার মাঝেই তলব যুবনেত্রী মিনাক্ষীকে। যদিও ঠিক কী কারণে এই তলব, তা জানা যায়নি এখনও। তবে সিবিআই দপ্তরে ঢোকার আগে মিনাক্ষী বলেন, সবরকম সাহায্য করবেন তিনি। আন্দোলনকারীদের উপর আক্রমণ হলে, 'ছেড়ে দেওয়া হবে না' বলেও হুঁশিয়ারি দেন। সিবিআই জিজ্ঞাসাব্দের পর তিনি জানান, সবরকম সাহায্য করেছেন তদন্তে।
অন্যদিকে আরজি করের ঘটনায় ১০ দিন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়র চিকিৎসকরা। দফায় দফায় বৈঠকে বসছেন তা৬রা সমাধান সূত্র বের করতে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রী তাঁদের বেশিরভাগ দাবিও মেনে নিয়েছেন। তারপরেও আরও একগুচ্ছ দাবি নিয়ে চলছে তাদের অবস্থান বিক্ষোভ।
