আজকাল ওয়েবডেস্ক: বিধানসভায় অধিবেশন চলছে, একাধিক ইস্যুতে প্রায় প্রতিদিন চলছে হট্টগোল। এবার বিধায়কদের বিরুদ্ধে উঠল জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছে। ১১ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বুধবারই তৃণমূল বিধায়ক সুকুমার রায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন। বৃহস্পতিবার এফআইআর রুজু করেছে পুলিশ। সমগ্র ঘটনার সূত্রপাত বুধবার। বুধবার একাধিক ইস্যুতে একপ্রকার সরগরম হয়েছিল শহর। একদিকে কলকাতায় সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অন্যদিকে একই দিনে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি ছিল রাজ্যের শাসক দলের, বিধানসভায় উপস্থিত ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। অভিযোগ, বুধবার তৃ্ণমূলের বিক্ষোভ কর্মসূচির শেষে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, তখন আচমকা বিজেপি বিধায়করা হট্টগোল শুরু করেন। জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি অবমাননার অভিযোগ দায়ের হয় তার পরেই। উল্লেখ্য, বুধবারের পর বৃহস্পতিবারেও উত্তাল হয় বিধানসভা চত্বর।
