আজকাল ওয়েবডেস্ক: বনধ ব্যর্থ করুন। বুধবার বিজেপির ডাকা রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘটের বিরোধীতা করে রাজ্যবাসীর কাছে এই আবেদন করল অরাজনৈতিক সংগঠন 'দেশ বাঁচাও গণমঞ্চ'। এবিষয়ে একটি আবেদনপত্রও প্রকাশ করেছে তারা।
সংগঠনের তরফে রন্তিদেব সেনগুপ্ত জানিয়েছেন, 'বনধের সংস্কৃতি ফিরিয়ে এনে বিজেপি যেভাবে এই রাজ্যে অরাজকতা সৃষ্টি করতে চাইছে সেই অপপ্রয়াসকে ব্যর্থ করতে আমরা জনগণের কাছে আবেদন করছি।' একইসঙ্গে সংগঠনের তরফে মঙ্গলবার নবান্ন অভিযান প্রসঙ্গে পুলিশের কাছে দাবি তোলা হয়েছে, এই অভিযানের নামে যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইন মোতাবেক যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবারের এই ঘটনাকে 'অরাজকতা' আখ্যা দিয়ে সংগঠনের দাবি, এই ধরনের অরাজকতা কখনই যেন বরদাস্ত করা না হয়।
এর পাশাপাশি আরজি কর-এর তরুণী চিকিৎসক হত্যার প্রসঙ্গে দেশ বাঁচাও গণমঞ্চের দাবি, ঘটনার যথাযথ তদন্ত করে সিবিআই যেন দোষীদের দ্রুত খুঁজে বের করে। সংগঠনের তরফে বলা হয়েছে, তরুণী চিকিৎসক হত্যার বিচার চেয়ে যেকোনও অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলন তারা সমর্থন জানাবে।
