আজকাল ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও গবেষণার সুযোগ খুলে গেল পড়ুয়াদের জন্য। বিশ্ববিদ্যালয় সোমবার তাদের সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন বিষয়ে মোট ৮৫টি আসনে আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা, ইংরেজি, তুলনামূলক সাহিত্য, শিক্ষা (Education), আন্তর্জাতিক সম্পর্ক, দর্শন, সমাজবিদ্যা, অর্থনীতি এবং ফিজ়িক্যাল এডুকেশন—এই বিষয়গুলিতে গবেষণার সুযোগ থাকবে। প্রতিটি বিষয়ে নির্দিষ্ট আসনসংখ্যা ও যোগ্যতার মানদণ্ড বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যোগ্যতার ভিত্তিতে পড়ুয়াদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে। তবে যাঁরা ইতিমধ্যেই NET, SET বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তাঁদের লিখিত পরীক্ষা দিতে হবে না—শুধু সাক্ষাৎকারেই যোগ্যতা যাচাই হবে।

আবেদন করতে হলে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে অনলাইনে ৫০০ টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি-সহ বিশ্ববিদ্যালয়ে জমা করতে হবে। অনলাইনে ফি প্রদান করা যাবে ১৬ ডিসেম্বর পর্যন্ত এবং পূরণ করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

পিএইচডি করার স্বপ্ন দেখা পড়ুয়াদের জন্য এই সুযোগকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকে। গবেষণার মান ও একাডেমিক পরিবেশ—এই দুই ক্ষেত্রেই যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশে এবং বিদেশে সুপরিচিত। সেই কারণেই আবেদনকারীদের মধ্যে প্রতিযোগিতা তীব্র হবে বলে ধরে নেওয়া যাচ্ছে।