আজকাল ওয়েবডেস্ক: গণপরিবহন নেটওয়ার্কের ক্ষেত্রে আরেকটি বিশ্ব রেকর্ডের দুয়ারে দুবাই। আর মাত্র কয়েকদিন, এবার বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন হবে দুবাইতে। এমার প্রপার্টিজ স্টেশনের উচ্চতা হবে ৭৪ মিটার। বিশ্বব্যাপী প্রশংসিত আমেরিকার স্থাপত্য সংস্থা স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিল (এসওএম) এই মেট্রো স্টেশনের নকশা করেছেন। এই সংস্থাই বুর্জ খলিফা, শিকাগোর সিয়ার্স টাওয়ার এবং নিউ ইয়র্কের অলিম্পিক টাওয়ারের মতো আইকনিক কাঠামো তৈরি করেছিল।  

প্রায় ১১,০০০ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত, এমার প্রপার্টিজ স্টেশনটি দিয়ে প্রতিদিন ১৬০,০০০ যাত্রী যাতায়াত করতে পারবে। আমিরাতের কর্মক্ষমতা এবং জলবায়ুগত চাহিদা বিবেচনা করে স্টেশনটি বানানো হবে। 

কাঠামোটি জুরা চুনাপাথর, ব্রোঞ্জ ধাতব প্রাচীর প্যানেল এবং গ্রানাইট মেঝে দিয়ে তৈরি করা হবে। দুবাইয়ের পরিচয় মূর্ত করার জন্য পাথর, ব্রোঞ্জ এবং কাচের মিশ্রণের ব্যবহার হবে।

এমার প্রপার্টিজ মেট্রো স্টেশন তৈরি হয়ে গেলে, দুবাই মেট্রো ব্লু লাইন আমিরাতের ট্রানজিট ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে। রেল নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য ১৩১ কিলোমিটারে বৃদ্ধি করবে এবং স্টেশনের সংখ্যা ৭৮রে পৌঁছাবে। ব্লু লাইন নেট্রোয় ১৬৮টি ট্রেন (১১টি ট্রাম ট্রেন এবং ১৫৭টি মেট্রো ট্রেন-সহ) পরিষেবা প্রদান করবে।