আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। তাতে দেখা গিয়েছে এই যুবতী দৌড়চ্ছে ম্যারাথনে। পরনে ম্যারেজ গাউন, অর্থাৎ বিয়ের পোশাক। বিয়ের পোশাকে রাস্তায় দৌড়চ্ছেন যুবতী! ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সত্যি শুনে, চোখে জল নেটিজেনদের।
যুবতীর নাম, লরা কোলম্যান-ডে। লন্ডন ম্যারাথনে বিয়ের পোশাক পরে দৌড়ে নজর কেড়েছেন সকলের। কিন্তু আচমকা ম্যারাথনের জন্য বিয়ের পোশাক কেন?
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by TCS London Marathon (@londonmarathon)
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, লরার স্বামী মারা গিয়েছে কর্কট রোগে আক্রান্ত হয়ে। এই সিদ্ধান্ত, স্বামীকে স্মরণ করে। শুধু লন্ডন ম্যারাথন নয়, লরা স্বামীর স্মরণে, ১২ মাসে ১৩টি ম্যারাথনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর পর, একের পর এক ম্যারাথনে অংশগ্রহণের ভাবনা তাঁর। কিন্তু কেন? কারণ হিসেবে জানা গিয়েছে, তা থেকে অর্জিত অর্থ তিনি তুলে দেন কর্কট রোগীদের চিকিৎসার জন্য।
লন্ডন ম্যারাথনে, নিজের বিবাহবার্ষিকীতে শেষ তিন মাইল বিয়ের গাউন পরে দৌড়ন। তার কারণ? লরার সিদ্ধান্ত ছিল, বিয়ের গাউন পরে ম্যারাথনে দৌড়ে, যে টাকা পেয়েছেন, তা ব্লাড ক্যান্সার গবেষণা দাতব্য প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নেন।