আজকাল ওয়েবডেস্ক: প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা। রাতারাতি রোগা ছিপছিপে হতে চেয়েছিলেন তরুণী। বান্ধবীর বিয়ের কয়েক মাস আগে থেকেই শুরু কড়া ডায়েট। যার জেরে রোগা হওয়া তো দূরঅস্ত, শারীরিক অবস্থার অবনতি ঘটে হাসপাতালে ভর্তি হলেন ওই তরুণী। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে চীনে। জেইজাং প্রদেশের হ্যাংঝাউয়ের বাসিন্দা ২৬ বছরের তরুণী জিয়াইউ। তিনি এক বেসরকারি সংস্থায় কাজ করেন। প্রিয় বান্ধবীর বিয়েতে ব্রাইডসমেড হিসেবে নিমন্ত্রণ পেয়েছিলেন। সেই সময় তাঁর ওজন ছিল ৬৫ কেজি। কিন্তু পছন্দের ব্রাইডসমেডের ড্রেস পরার জন্য আরও রোগা ছিপছিপে হতে চেয়েছিলেন তিনি। 

রাতারাতি ওজন ঝরিয়ে আরও রোগা হওয়ার জন্য নিজেই কড়া ডায়েট চার্ট এবং শরীরচর্চার রুটিন তৈরি করেন। প্রতিদিন ১০ কিলোমিটার পথ তিনি দৌড়ে, হেঁটে শরীরচর্চা করতেন। পাশাপাশি খাওয়াদাওয়াও কমিয়ে দিয়েছিলেন। সারাদিনে কিছু সবজি, চিকেনের কিছু টুকরো খেতেন। ডায়েট চার্ট থেকে বাদ দিয়েছিলেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার। 

জিয়াইউ জানিয়েছেন, মাত্র দু'মাসে তিনি ১৫ কেজি ওজন কমিয়েছিলেন। রাতারাতি রোগা হয়েই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। সারাদিন দুর্বল লাগত তরুণীর। কোনও কাজ করার এনার্জি ছিল না। ক্লান্ত বোধ করতেন। যার জেরে কাজেও মন দিতে পারতেন না। 

অসুস্থ হয়েই দ্রুত হ্যাংঝাউয়ের হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে যান তিনি। পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তাঁর ব্লাড সুগার লেভেল অত্যন্ত বেশি। প্রিডায়াবেটিস ধরা পড়েছে তাঁর। কড়া ডায়েট ও অতিরিক্ত শরীরচর্চা করতেও নিষেধ করেন চিকিৎসকরা। টানা আড়াই মাস স্বাস্থ্যকর খাবার খেয়ে ও পরিমিত মাত্রায় শরীরচর্চা করে ৫২ কেজি ওজন হয় তরুণীর। 

রোগা হতে পেরে যারপরনাই খুশি ছিলেন তরুণী। অবশেষে সুস্থ হয়েই প্রিয় বান্ধবীর বিয়েতে যোগ দেন। কড়া ডায়েটের জেরে অসুস্থতার পর, পরিচিতদের তিনি সতর্ক করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ওই তরুণী সুস্থ রয়েছে। তাঁর সুগার লেভেল নিয়ন্ত্রণে রয়েছে।