আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র সুস্বাদু, লোভনীয় খাবার চেখে দেখার ইচ্ছেয় বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যান খাদ্যরসিকরা। বিশ্বের একাধিক দেশে খাবার শুধুমাত্র ফ্রেশ ভাবে, ভাল ভাবে রান্না করে পরিবেশন করা হয় না। অনেক জায়গায় খাবার কাঁচা অবস্থায় থাকে। আর জ্যান্ত অবস্থায় পরিবেশন করা হয় মাছ, মাংস। যেমন, কোরিয়ায় জ্যান্ত অক্টোপাস খাওয়ার চল দীর্ঘদিনের।
একইভাবে চীন ও জাপানে জ্যান্ত চিংড়ি, মাছ খাওয়ার প্রচলন রয়েছে। কিন্তু ঝাল ঝাল মশলা দিয়ে জ্যান্ত চিংড়ি খেয়ে নেন। আবার কোথাও রেস্তোরাঁ জ্যান্ত চিংড়ি, মাছ পরিবেশন করে, রান্না করার সরঞ্জাম দেওয়া হয়। কেউ জ্যান্ত খেতেই পছন্দ করেন, কেউ আবার নিজেরাই হালকা ভেজে খেয়ে নেন।
জ্যান্ত চিংড়ি খেতে গিয়েই এবার ঘটল বিপত্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, এক তরুণী জ্যান্ত চিংড়ি খেতে গিয়েই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। জ্যান্ত চিংড়ি খাওয়া তো দূরের কথা, উল্টে ওই চিংড়ি কামড়ে দেয় তরুণীর হাতে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই তরুণী।
Girl tries to cook a mantis shrimp and finds out pic.twitter.com/eLzdHj2KwP
— non aesthetic things (@PicturesFoIder)Tweet by @PicturesFoIder
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তরুণী আদতে চীনের বাসিন্দা। বান্ধবীদের সঙ্গে এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে গিয়েই ভরা রেস্তোরাঁয় ভয়াবহ অভিজ্ঞতা হয় তাঁর। এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রেস্তোরাঁয় বেশ ভিড়। খাদ্যরসিকরা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন লোভনীয় সব পদ। তরুণীরাও সুস্বাদু খাবার অর্ডার করেছিলেন। তাঁদের টেবিলে সাজানো ছিল নানা ধরনের জিভে জল আনা পদ।
একটি বাটি থেকে জ্যান্ত চিংড়ি তুলে সসে ডোবাতে যাচ্ছিলেন তরুণী। কিন্তু জ্যান্ত চিংড়িটি বাটি থেকে লাফ দিয়ে টেবিলে ছটফট করতে শুরু করে। তা সত্ত্বেও চপস্টিক দিয়ে চিংড়ি তুলে খেতে যান তরুণী। তখনই চিংড়িটি তরুণীর হাতে কামড়ে দেয়। একাধিকবার হাত দিয়ে চিংড়ি সরানোর চেষ্টা করেন তরুণী। কিন্তু শেষমেশ পারেননি। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। তিনিই এরপর যন্ত্রণায় কাতরাতে শুরু করেন।
লোভনীয় খাবার চেখে দেখা তো দূরের কথা, জ্যান্ত চিংড়ি খেতে গিয়ে যন্ত্রণায় কেঁদে ফেলেন তিনি। প্রথমে তাঁর বান্ধবীরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। এরপর রেস্তোরাঁর কয়েকজন কর্মী ছুটে আসেন। তাঁরাই চিংড়িটি তরুণীর হাত থেকে সরিয়ে নেন।
ভিডিওটি দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, 'এবার নিশ্চয়ই তরুণী টের পেলেন, প্রাণীদের কেমন যন্ত্রণা হয়!' আবার একজন লিখেছেন, 'দেখে মনে হচ্ছে, চিংড়ি প্রতিশোধ নিতেই চেয়েছিল। তাই কামড়ানোর পারে ছাড়তে চায়নি।' একজন আবার লিখেছেন, 'এমন খাবার খাওয়ার আগে ভাল করে রান্না করা জরুরি। নয়তো এমন ঘটনা ঘটতেই থাকবে।'
কেউ একজন লিখেছেন, 'তরুণী উচিত শিক্ষা পেয়েছেন। জ্যান্ত প্রাণীকে খাওয়ার সময়, সেও এমন যন্ত্রণায় ছটফট করত। প্রাণীরা এভাবেই প্রতিশোধ নেয়।' জ্যান্ত চিংড়ি, মাছ খেয়ে বিশ্বের বিভিন্ন কার কেমন অভিজ্ঞতা, তাও অনেকে ওই পোস্টে ভাগ করে নিয়েছেন।
