আজকাল ওয়েবডেস্ক: সকলের সমস্যার সমাধান করে গুগল। তবে তার সিইও সুন্দর পিচাই কত টাকা বেতন পান সেটা অনেকেই জানেন না। ২০২৪ অর্থবর্ষে সুন্দর পিচাই পেয়েছেন ১০.৭২ মিলিয়ন ডলার। 


সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট সুন্দর পিচাইয়ের আয়ের হিসাব প্রকাশ করেছে। ২০২২ সালে সুন্দর পিচাই প্রায় ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করেছেন। টাকার অঙ্কে যা ২ হাজার ৩৯৮ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা। বেতন, সুযোগ-সুবিধা ও শেয়ার থেকে তিনি এই অর্থ আয় করেন। মোট বার্ষিক আয়ের বেশির ভাগই এসেছে তাঁর অংশের শেয়ার থেকে। শেয়ার থেকে তিনি পেয়েছেন ২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার যা টাকার হিসেবে ২ হাজার ৩১৪ কোটি ১ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।


এবার আসা যাক সুন্দর পিচাইয়ের বেতনে। গুগলে তাঁর মূল বেতন ২০ লাখ ডলার অর্থাৎ ২১ কোটি ২২ লাখ ৯৫ হাজার ২০০ টাকা। ব্যক্তিগত নিরাপত্তাচুক্তির আওতায় বছরে ৫০ লাখ ডলার অর্থাৎ ৫৩ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকা। 


প্রযুক্তিবিশ্বে নানা ঘটন-অঘটন থাকলেও সুন্দর পিচাইয়ের আয় বেড়েছে ব্যাপক। ২০২১ সালে তিনি ৬০ লাখ ডলারের কিছু বেশি আয় করেছিলেন। আর ২০২০ সালে সুন্দরের আয় ছিল ৭৪ লাখ ডলার। সেই তুলনায় এবার তাঁর আয় প্রায় ৩৭ গুণ বৃদ্ধি পেয়েছে। গুগলে থাকা সুন্দর পিচাইয়ের শেয়ার প্রতি তিন বছরে বাড়ে। ২০১৯ সালেও তিনি অ্যালফাবেট থেকে মোট ২৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্যাকেজ পেয়েছিলেন।


গুগল প্রতি বছরে সুন্দর পিচাইয়ের জন্য ২২ শতাংশ হারে বেশি টাকা বরাদ্দ করে। ২০২৪ সালে পিচাইয়ের ব্যক্তিগত নিরাপত্তার খাতে তারা ৮.২৭ মিলিয়ন ডলার খরচ করেছে। ২০২৩ সালে এটি ছিল ৬.৭৮ শতাংশ। একজন দেশের প্রধানমন্ত্রী যেভাবে নিরাপত্তা পান গুগলের সিইও সুন্দর পিচাইও প্রায় তেমন নিরাপত্তা পান। এটি আগামীদিনে আরও বাড়বে বলেই খবর মিলেছে।