আজকাল ওয়েবডেস্ক: রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি বাতিল করল আমেরিকা। ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা প্রধান ইলন মাস্কের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি' (DOGI) এই ঘোষণা করেছে।
DOGI জানিয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ করছে। তার ফলে ভারত-বাংলাদেশ-সহ এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক সাহায্যে বৃহত্তর কাটছাঁটের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকার এই পদক্ষেপ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য লক্ষ্যে নেওয়া মূল উদ্যোগগুলোকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে।
ইলন মাস্ক ট্রাম্প প্রসানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে রয়েছেন। ক্ষমতায় এসেই তিনি বার বার জোর দিয়ে বলেছেন যে, বাজেট কাটছাঁট না করলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। বাংলাদেশকে সহায়তা বন্ধের ঘোষণা প্রশাসনের সেই পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলারের প্রকল্পটি রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক শাসনকে আরও উন্নত করার লক্ষ্যে নেওয়া হয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও ব্যাপক বিক্ষোভের মধ্য দিয়ে গত বছরের অগাস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়। হাসিনা ও তাঁর বোন পালিয়ে ভারতে চলে আসেন। এরপর ড. মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দেশ শাসন করছে। কিন্তু এখনও সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা নজরে পড়ছে না। তার মধ্যেই ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (DOGI) আর্থিক সহায়তা বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণা করল।
