আজকাল ওয়েবডেস্ক: একেই বলে ভাগ্য! ঠাকুমার মুখ দেখে লটারির টিকিট কেটেছিলেন এক যুবক। এরপরই ভাগ্য ফেরে গোটা পরিবারের। এক টিকিটেই কোটি কোটি টাকা পুরস্কার জিতেছেন তিনি। কোটিপতি হয়েই যুবকের দাবি, ঠাকুমার জন্যেই অসম্ভব সম্ভব হল!
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ে। ঠাকুমার মুখ দেখেই লটারির টিকিট কিনেছিলেন এক যুবক। সেই টিকিটেই কোটি কোটি টাকা জিতলেন তিনি। স্রেফ এক, দুই কোটি নয়, একবারেই ন'কোটি টাকা জিতেছেন তিনি। যুবকের মতে, ঠাকুমাই তাঁর লাকি চার্ম!
ইলিনয় লটারি সূত্রে জানা গেছে, রোচেলের ৩৮ ইস্ট হাইওয়েতে রোড রেঞ্জার তেলের পাম্পের পাশেই লটারির টিকিট কিনেছিলেন যুবক। টিকিট কাটার আগে আচমকাই ঠাকুমার সঙ্গে দেখা হয় তাঁর। এর কিছুক্ষণ পরেই লটারির টিকিট কাটেন। সেই টিকিটেই এক মিলিয়ন অর্থাৎ ভারতীয় মুদ্রায় ন'কোটি টাকা জিতেছেন তিনি।
কোটিপতি হয়েই যুবক জানিয়েছেন, 'সেদিন কাজে ব্যস্ত ছিলাম। লাঞ্চের পর একটি লটারির টিকিট কিনি। শুধুমাত্র নিজের ভাগ্য দেখার জন্য।' এরপরই তিনি বলেন, 'দোকানে প্রবেশ করার সময়েই আমি দেখতে পাই, পাশেই আমার ঠাকুমার গাড়ি দাঁড়িয়ে আছে। উঁকি দিতেই দেখি, সেখানে ঠাকুমা বসে আছেন। আমাকে দেখেই তিনি ছুটে এসে জড়িয়ে ধরেন।'
গত ১১ অক্টোবর লটারির টিকিট কিনেছিলেন তিনি। সেই টিকিটেই ন'কোটি টাকা জিতেছেন। পুরস্কার জেতার পর যুবক জানিয়েছেন, ন'কোটি টাকার মধ্যে খানিকটা তিনি ঠাকুমাকে দেবেন। কিছু টাকা দিয়ে নিজের জন্য একটি গাড়িও কিনবেন।
গত জুলাই মাসে আরেকটি ঘটনা ঘটেছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডে। সম্পর্ক ভাঙার ঠিক পরেরদিন লাখপতি হন তরুণী। তাঁর ব্যাঙ্কে প্রায় ১২ লক্ষ টাকা ঢোকে। মেসেজে সেটি দেখতে পান। মন ভাঙার বদলে আনন্দে লাফিয়ে ওঠেন তিনি। প্রতারক প্রেমিককে বিদায় জানানোর পরেই যে তাঁর ভাগ্য বদলে যাবে, সেটি ছিল কল্পনাতীত। তাই মন খারাপের বদলে, রাতারাতি লাখপতি হওয়ার জন্য উদযাপনে মেতে ওঠেন তিনি।
জনপ্রিয় পডকাস্ট শো 'গার্লস ওভারহেড'-এ এই তরুণীর কাহিনি শোনানো হয়। জানা গেছে, জন্মদিনের আগেরদিন তরুণী জানতে পারেন, তাঁর ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে ফ্লার্ট করেন প্রেমিক। প্রায়ই মেসেজে কথা হয় তাঁদের। সেখানে খুনসুটিও ধরা পড়েছে। চিটিংয়ের বিষয়টি জানতে পেরেই প্রেমিকের সঙ্গে ঝামেলা শুরু করেন তরুণী। জানিয়ে দেন, তিনি আর এই সম্পর্কে থাকবেন না। এদিকে ফ্লার্টিং করার বিষয়টি অস্বীকার করে যান যুবক।
জন্মদিনের আগেরদিন মন ভাঙার পর, প্রেমিকের বাড়িতে গিয়ে নিজের জিনিসপত্র আনতে যান তরুণী। সেখানেই তাঁকে একটি বড় ব্যাগে জন্মদিনের শুভেচ্ছা বার্তা, কয়েকটি উপহার তুলে দেন প্রেমিক। কে জানত, সেই ছোট ছোট উপহারের মধ্যেই লুকিয়ে ছিল আরও আরও বড় উপহার।
বাড়িতে ফিরে একে একে গিফটের বাক্স খুলে দেখতে শুরু করেন তরুণী। একটি বাক্সের মধ্যে লটারির টিকিট দেখতে পান। সেই টিকিট থেকে ১১ লক্ষ ৬২ হাজার টাকা জেতেন তরুণী। যা দেখেই চক্ষু চড়কগাছ তাঁর। সঙ্গে সঙ্গে প্রেমিককে মেসেজ পাঠান, 'ধন্যবাদ'। ব্যস! তারপরেই ঘুরে গেল খেলা।
তরুণী জানিয়েছেন, সেদিনের পর আর প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেননি তিনি। ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা তুলে স্বপ্নপূরণ করেন। নিজের জন্য নতুন একটি বাড়ি কেনার তোড়জোড় করেন। লটারিতে জেতা সেই টাকা দিয়ে বাড়ির খানিকটা ঋণ তিনি শোধ করেন। বর্তমানে বাড়ি তৈরির কাজেই ব্যস্ত তিনি। শীঘ্রই নতুন বাড়িতে নিজের মতো সাজিয়ে থাকতে শুরু করবেন।
পডকাস্টে ওই তরুণী এও জানিয়েছেন, কখন কোন ঘটনা যে আশীর্বাদের মতো হয়ে ওঠে কেউ জানতে পারেন না। সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু সেই কষ্ট স্থায়ী হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা। প্রেমিকের পাঠানো উপহারের মধ্যেই ছিল লাখপতি হওয়ার সুযোগ। সম্পর্ক ভাঙার পর নতুন অধ্যায় শুরু হয়েছে তাঁর। এখন আর পিছনে ফিরে তাকান না। লাখ লাখ টাকা দিয়ে নিজের স্বপ্নপূরণে ব্যস্ত।
