আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতিপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড যা সাধারণভাবে গ্রিন কার্ড নামে পরিচিত। অভিবাসীদের কাছে এটি অত্যন্ত আকাঙ্ক্ষিত বিষয়। এটি ভবিষ্যতে মার্কিন নাগরিকত্বের পথ খুলে দেয়। যদিও গ্রিন কার্ডধারীরা পূর্ণাঙ্গ মার্কিন নাগরিক নন। তবুও তারা নাগরিকদের মতো অনেক অধিকার ভোগ করেন। 


দীর্ঘদিন ধরেই গ্রিন কার্ড পাওয়ার একটি পরিচিত উপায় ছিল কোনও মার্কিন নাগরিককে বিয়ে করা। তবে এখন আর শুধুমাত্র বিয়ে করলেই গ্রিন কার্ড নিশ্চিত নয় এমনই সতর্কবার্তা দিয়েছেন এক অভিবাসন আইনজীবী।


মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রীকে “ইমিডিয়েট রিলেটিভ” হিসেবে গণ্য করা হয় এবং তারা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। কিন্তু আমেরিকান অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টিন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শুধু আইনি বিয়ে আর যথেষ্ট নয়।


ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে বিয়ে-ভিত্তিক গ্রিন কার্ড আবেদনগুলো এখন অনেক বেশি কড়া নজরে খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের মূল লক্ষ্য হল বিয়ে সত্যিই বাস্তব ও আন্তরিক নাকি কেবল কাগজে-কলমে। এই কাজের অংশ হিসেবেই আগে ডাইভার্সিটি ভিসা লটারি স্থগিত করা হয়েছিল। প্রতিবছর প্রায় ৫০,০০০ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পেতেন।


অভিবাসন কর্মকর্তারা কেন স্বামী-স্ত্রী আলাদা থাকছেন, তা নিয়ে মোটেও আগ্রহী নন। কাজ, পড়াশোনা, অর্থনৈতিক সমস্যা বা সুবিধার কারণ। কোনওটাই গ্রহণযোগ্য অজুহাত নয়। 


অভিবাসন আইনে একটি প্রকৃত বিয়ে বলতে বোঝায় যেখানে দম্পতি নিয়মিত একই বাড়িতে বসবাস করেন। আলাদা থাকলে কর্মকর্তারা বিয়ে নিয়ে সন্দেহ করতে শুরু করেন, এরপর তদন্ত হয় এবং শেষ পর্যন্ত আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।


যদিও কর্তারা জানিয়েছে, কোনও বিয়ে আইনগতভাবে বৈধ হলেও যদি প্রমাণ হয় যে দম্পতির একসঙ্গে থাকার বা স্বামী-স্ত্রী হিসেবে জীবনযাপনের প্রকৃত ইচ্ছা নেই, তবে গ্রিন কার্ড নাকচ হতে পারে।


এই কড়াকড়ি এমন সময়ে এসেছে, যখন ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিচ্ছে। ইতিমধ্যেই গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ কমিয়ে ১৮ মাস করা হয়েছে। পাশাপাশি ১৯টি দেশের স্থায়ী বাসিন্দাদের গ্রিন কার্ড পুনরালোচনার নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই নীতি আগামীদিনে কোনদিকে যাবে সেটাই এবার দেখার।