আজকাল ওয়েবডেস্ক:‌ ব্রিটিশ তরুণ প্রজন্মকে ধূমপান থেকে বিরত করার জন্য ঐতিহাসিক ‘ধূমপান নিষেধাজ্ঞা চুক্তি’‌ পার্লামেন্টে পাশ হল। 
প্রধানমন্ত্রী ঋষি সুনকের কনজারভেটিভ পার্টির মৃদু আপত্তি থাকলেও মঙ্গলবার বিলটির পক্ষে ৩৮৭ এবং বিপক্ষে ৬৭টি ভোট পড়ে। ‘‌টোব্যাকো অ্যান্ড ভেপ্স’ নামে এই বিলে ২০০৯ সালের ১ জানুয়ারির পর যাদের জন্ম, তাঁদের কারও কাছেই তামাকজাত সামগ্রী বিক্রি করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিল পাসের পক্ষে ও বিপক্ষে আসছে একাধিক মতামত।