আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ায় কেউ একজন ১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের লটারিতে জিতেছেন। কিন্তু এখনও পর্যন্ত সেই ভাগ্যবান ব্যক্তি পুরস্কার দাবি করতে এগিয়ে আসেননি। লটারি কর্তৃপক্ষ পুরোপুরি হতবাক, কারণ ড্র অনুষ্ঠিত হওয়ার দুই দিন কেটে গেলেও বিজয়ী টিকিটধারী এখনও নিখোঁজ রয়েছেন।
বিজয়ী ব্যক্তি নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালি অঞ্চলের বাসিন্দা এবং তিনি টিকিটটি কিনেছিলেন ইস্ট মেইটল্যান্ডের স্টকল্যান্ড শপিং সেন্টারের গ্রিনহিলস নিউজএজেন্সি থেকে। সাম্প্রতিক ড্র-তে মাত্র একটি টিকিটই প্রথম বিভাগে জিতেছে, যা এই ১৫ মিলিয়ন ডলারের জ্যাকপটটি জিতেছে।
লটারি কর্মকর্তারা জানিয়েছেন, বিজয়ী ব্যক্তি The Lott Members Club-এর সদস্য নন, তাই তাদের কাছে কোনও যোগাযোগের তথ্য নেই। ফলে পুরস্কার দাবি করতে হলে ওই ব্যক্তিকে সরাসরি গ্রিনহিলস নিউজএজেন্সি অফিসে যোগাযোগ করতে হবে।
গ্রিনহিলস নিউজএজেন্সির কর্মী তিয়ারনা পেরি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, “আমরা অতীতে কয়েকটি প্রথম বিভাগে জয়ী টিকিট বিক্রি করেছি, কিন্তু এটি এখন পর্যন্ত আমাদের বিক্রি করা সবচেয়ে বড় পুরস্কার।” তিনি আশা প্রকাশ করেন, বিজয়ী শিগগিরই সামনে আসবেন এবং তাঁর পুরস্কার দাবি করবেন।
আরও পড়ুন: ভারতে কমছে সূর্যালোকের সময়, অশনি ইঙ্গিত দিলেন গবেষকরা
লটারির মুখপাত্র খাত ম্যাকইনটায়ার বলেন, “অবিশ্বাস্য যে এত বড় পুরস্কার জেতার পরও বিজয়ী কেউ সামনে আসেননি।” তিনি সবাইকে অনুরোধ করেন, যারা ওই সময়ে টিকিট কিনেছিলেন, তারা যেন তাদের লটারির নম্বরগুলো পুনরায় যাচাই করেন।
এদিকে লটারি কর্তৃপক্ষ সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি বিজয়ী তাঁর টিকিট হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে তারা অভিযোগ দাখিলের অপেক্ষায় আছে। প্রয়োজনে তারা নিউজএজেন্সির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিজয়ীকে শনাক্ত করার চেষ্টা করতে পারে।
অস্ট্রেলিয়ায় এটি এই বছর দ্বিতীয় ঘটনা যেখানে কেউ বড় লটারি জেতার পরও পুরস্কার দাবি করেননি। এর আগে ২০২৫ সালের জুন মাসে, এক ব্যক্তি পাওয়ারবল লটারিতে ১০০ মিলিয়ন ডলারের জ্যাকপট জিতেছিলেন।এটি ছিল অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম লটারি পুরস্কার, কিন্তু তিনিও আজ পর্যন্ত দাবি করেননি।
নিউ সাউথ ওয়েলসের লটারি আইনের অনুযায়ী, কোনও বিজয়ীকে ড্র ঘোষণার তারিখ থেকে ছয় বছরের মধ্যে পুরস্কার দাবি করতে হয়। অর্থাৎ এই ১৫ মিলিয়ন ডলারের বিজয়ীর হাতে এখনও রয়েছে ৫ বছর ৫১ সপ্তাহ সময়। কিন্তু যদি তিনি এই সময়সীমার মধ্যে দাবি না করেন, তাহলে পুরো পুরস্কার অর্থ বাতিল হয়ে যাবে।
ঠিক একই নিয়ম প্রযোজ্য আগের ১০০ মিলিয়ন ডলারের পাওয়ারবল বিজেতার ক্ষেত্রেও। অর্থাৎ, যদি সেই পুরস্কারটিও অদাবি থেকে যায়, তবে সেটিও সরকারী তহবিলে চলে যাবে।
এই রহস্যময় নীরবতা এখন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। সবাই একটাই প্রশ্ন তুলছে — কে সেই সৌভাগ্যবান, যিনি হয়তো জানেনও না যে, তাঁর পকেটে রয়েছে ১৫ মিলিয়ন ডলারের একটি টিকিট?
