আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ের জনপ্রিয় ট্রাভেল ইনফ্লুয়েন্সার ও আলোকচিত্রী অনুনয় সুদ আর নেই। মাত্র ৩২ বছর বয়সে তাঁর জীবনাবসান হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবার এই খবরটি জানায়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।


পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় অনুনয় সুদ আর নেই। এই কঠিন সময়ে আমরা সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন। দয়া করে ব্যক্তিগত বাড়ির সামনে ভিড় করবেন না। তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন।”


পোস্টটি প্রকাশ হতেই ভক্ত ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই অবিশ্বাস প্রকাশ করে মন্তব্য করেছেন— “এটা সত্যি হতে পারে না”, “আমরা আমাদের প্রিয় ট্রাভেল ক্রিয়েটরকে হারালাম।”


অনুনয়ের শেষ সোশ্যাল মিডিয়া কার্যকলাপ ইঙ্গিত দেয়, মৃত্যুর আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ছিলেন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল ‘Breakintzzzz’-এ তিনি সম্প্রতি ‘Power Creator Awards - Travel’ বিভাগে ভোট দেওয়ার লিঙ্ক শেয়ার করেছিলেন।


ভ্রমণপিপাসু এই ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রামে ছিল প্রায় ১৪ লাখ ফলোয়ার, ইউটিউবে প্রায় ৪ লাখ সাবস্ক্রাইবার, এবং ফেসবুকে ৭,৮০০ অনুসারী। তাঁর আকর্ষণীয় ট্রাভেল ফটোগ্রাফি ও মনোমুগ্ধকর ভিডিওগুলো নিয়মিতই নেটিজেনদের মুগ্ধ করত।


অনুনয়ের ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী, তিনি এখন পর্যন্ত ৪৬টি দেশ ভ্রমণ করেছেন। পৃথিবীর নানা প্রান্তে তাঁর ভ্রমণকাহিনি ও ছবিগুলি তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল।
তিনি ধারাবাহিকভাবে ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে ‘ফোর্বস ইন্ডিয়া টপ ১০০ ডিজিটাল স্টারস’ তালিকায় স্থান পেয়েছিলেন— যা প্রমাণ করে, ট্রাভেল ইনফ্লুয়েন্সিং জগতে তাঁর প্রভাব কতটা গভীর ছিল।


অনুনয়ের কনটেন্ট ছিল শুধুমাত্র ভ্রমণের ছবি বা ভিডিও নয়— বরং প্রতিটি যাত্রার সঙ্গে জড়িত অভিজ্ঞতা, সংস্কৃতি ও জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর প্রতিফলন। মরুভূমির সূর্যাস্ত থেকে শুরু করে নর্দান লাইটের নীচে দাঁড়িয়ে তোলা ছবিগুলো তাঁর ভক্তদের কাছে ছিল যেন স্বপ্নের জানালা।
তাঁর অকাল মৃত্যুতে ট্রাভেল কমিউনিটি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেক সহকর্মী ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরও শ্রদ্ধা জানিয়েছেন।


ভারতের ট্রাভেল ও ফটোগ্রাফি জগতেও অনুনয় সুদের নাম ছিল অত্যন্ত সম্মানিত। তিনি প্রায়ই নতুন ভ্রমণকারীদের উদ্দেশে উৎসাহজনক বার্তা দিতেন— “পৃথিবী বড়, বেরিয়ে পড়ো, নিজে দেখে শেখো।”


তবে এই দুঃসংবাদ এমন সময় এল যখন সোশ্যাল মিডিয়া সম্প্রদায় এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি মিশা আগরওয়ালের মৃত্যুর পর থেকে। ২৫তম জন্মদিনের দু’দিন আগে আত্মহত্যা করেন সেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।


দুই তরুণ ইনফ্লুয়েন্সারের পরপর প্রয়াণে আবারও আলোচনায় এসেছে সোশ্যাল মিডিয়া জীবনের চাপ, অনলাইন জনপ্রিয়তার বোঝা, এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব।


অনুনয় সুদ পৃথিবী ঘুরে আনন্দ খুঁজে বেড়াতেন, যাঁর ছবির মাধ্যমে অসংখ্য মানুষ ভ্রমণের অনুপ্রেরণা পেয়েছে— তিনি আজ নেই। কিন্তু তাঁর লেন্সে ধরা অসংখ্য মুহূর্ত, তাঁর যাত্রার গল্প, এবং তাঁর হাসিমুখ আজও রয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের স্মৃতিতে।