আজকাল ওয়েবডেস্ক: একটি ছোটো দ্বীপের নাগরিকত্ব বিক্রি করা হচ্ছে। এই খবর শুনলে হয়তো সকলেই অবাক হয়ে যাবেন। তবে এটাই চরম সত্যি। বিশ্বের এমন একটি দ্বীপ রয়েছে যেখানে টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে নাগরিকত্ব।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ধারে রয়েছে একটি ছোটো দ্বীপ। এর নাম নাউরু। এটি মাত্র ২০ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। পাপুয়া নিউ গিনির কাছে এই দ্বীপটি রয়েছে। এখানে এলেই মিলছে সোনার অফার।
বিশ্ব উষ্ণায়ণের প্রভাব থেকে নিজেকে বাঁচাতে চাইছে এই দ্বীপটি। দ্রুত সমুদ্র একে গ্রাস করে চলেছে। এই কাজ করতে হলে প্রচুর টাকার দরকার। সেই টাকা তুলতেই এই অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশের আওতায় পড়েছে এই দ্বীপটি। যাতে এখানকার বাসিন্দারা যাতে আগামীদিনে সুরক্ষিত থাকতে পারেন বা যারা এখানকার নাগরিকত্ব কিনছেন তারাও যাতে সুরক্ষিত থাকতে পারেন সেজন্যেই এই পদক্ষেপ।
এখানকার সরকার তাই নাগরিকত্ব বিক্রি করছে। এর দাম স্থির করা হয়েছে ৯১ লাখ টাকা। এখানে থাকার পাসপোর্ট পেতে হলে এই টাকা খরচ করতে হবে। এই টাকা দিয়ে এখানকার পুরাতন বাসিন্দাদের উঁচু কোনও স্থানে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে তাঁদের নতুন করে বাসস্থান তৈরি করা হবে।
যারা অবসরকালে সমুদ্রের তীরে থাকতে পছন্দ করেন তাদের কাছে এই অফারটি অতি কাজের। এখানে নাগরিকত্ব পেলে বাকি জীবনটা অতি সহজে জলের কাছে কাটিয়ে দেওয়া যাবে।
তবে যারা অপরাধী বা পুলিশের খাতায় নাম রয়েছে তারা এখানে থাকতে পারবেন না বলে আগে থেকেই নির্দেশিকা জারি করা হয়েছে। এই অভিনব ঘোষণার পর অনেকেই এখানে এসে ঘুরে দেখছেন। তাঁদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এখানকার নাগরিকত্ব কিনে নিচ্ছেন যাতে বাকি জীবনটা আরামে কাটানো যায়। একদিকে যেখানে পরিবেশ সুরক্ষার ডাক দেওয়া হয়েছে অন্যদিকে নতুনভাবে জীবনকে উপভোগ করার রসদও রয়েছে এখানে।
