আজকাল ওয়েবডেস্ক: অভিনব রূপে খাবার পরিবেশনের জন্য এবার লাইমলাইটে চিনের গুয়াংডং প্রদেশের জিয়াংমেন শহরের একটি রেস্তোরাঁ। শান্ত, সুশৃঙ্খল পরিবেশে খাবার খাওয়ার চিরাচরিত ধারার বাইরে গিয়ে এই রেস্তোরাঁয় খাবার খেতে খেতে লাইভ রেসলিং ম্যাচ উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই রেস্তোরাঁয় খেতে এসে এক অন্যরকম অভিজ্ঞতা অর্জন করছেন মানুষ। রেস্তোরাঁর কেন্দ্রস্থলে রাখা রয়েছে একটি রেসলিং রিং। ওটাই হয়ে উঠেছে অতিথিদের বিনোদনের কেন্দ্রবিন্দু। আমেরিকান প্রফেশনাল রেসলিং ইভেন্ট WWE থেকে অনুপ্রাণিত হয়ে, এই রেস্তোরাঁর মালিক শাও শিন রেসলিং এবং ডিম সামের ঐতিহ্যকে এক করে দিয়েছেন। খাবার খাওয়ার সময় অতিথিরা রেসলিং ম্যাচ উপভোগ করতে পারেন।

 

এর জন্য তাঁদের থেকে ৩৮৮ উয়ান (প্রায় ৪,৫০০ টাকা) অতিরিক্ত চার্জ নেওয়া হয়। জানা গিয়েছে, রেস্তোরাঁয় এই পরিষেবা চালু হওয়ার মাত্র দু’দিনের মধ্যে শেষ হয়ে যায় সমস্ত টিকিট। রেস্তোরাঁর অভিনবত্বের আরও একটি দিক হল, ওয়েটাররা খাবার পরিবেশনের পর মাঝে মাঝে রেসলিংয়ে অংশ নেন। খাবার পরিবেশনের পোশাক খুলে রেসলিং পারফর্ম করেন যা দর্শকদের জন্য বাড়তি বিনোদন। জানা গিয়েছে, রেসলিং ম্যাচগুলো বিভিন্ন স্ক্রিপ্ট অনুযায়ী কোরিওগ্রাফ করা হয় যা খাবার খাওয়ার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে। চিনের সংস্কৃতিতে ডিম সাম এবং রেসলিং উভয়ই অত্যন্ত জনপ্রিয়। এই অভিনব মেলবন্ধন আমজনতার খাবার খাওয়ার অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করেছে।