আজকাল ওয়েবডেস্ক : পৃথিবীতে যত শহর রয়েছে তার মধ্যে সবথেকে সুরক্ষিত শহর কোনটি। যদি জানা না থাকে তাহলে জেনে নিন। সেই শহরের নাম হংকং। ইতিমধ্যে সবথেকে সুরক্ষিত শহর হিসাবে তকমা পেয়েছে এই শহর। এখানে বর্তমানে ৫৫ হাজার সিসি ক্যামেরা রয়েছে। আরও ২ হাজার সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ।
আসলে এখানে অপরাধী সংখ্যা অনেক বেশি তাই এখানে এই রকম নিরাপত্তা রাখা হয়েছে। পুলিশের এক কর্তা বলেন, যেভাবে এখানে সাধারণ নাগরিক মনের সুখে যেকোনো জায়গা ঘুরতে পারেন সেটা আর অন্য কোথাও নেই। আসলে কোনও এক সময় এখানে প্রচুর অপরাধী ছিল। তাদের কায়দা করতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ। তারপর থেকে এই বিশেষ নিরাপত্তা করেছে পুলিশ।
এখানে যারা বাইরে থেকে ঘুরতে আসেন তাদের ওপর বিশেষ নজর রাখা হয়। এখানে প্রতি গলিতে রয়েছে সিসি ক্যামেরা। যাতে কোনও অপরাধী কোনও দিক থেকে পালতে না পারে। এই সব ক্যামেরা রয়েছে পুলিশ হেড কোয়ার্টার এর সঙ্গে যুক্ত। কোনও অসুবিধা হয়ে গেলে সঙ্গে সঙ্গে অপরাধী ধরা পড়ে যায়।
