আজকাল ওয়েবডেস্ক: গাঁটে গাঁটে ব্যথা। বাতের ব্যথায় নড়তে চড়তে অসুবিধা। মাত্র ৬০০ টাকাতেই মিলছে উপশম। চীনের এক চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, বাঘের প্রস্রাবেই সারবে বাতের ব্যথা। শুধু তা-ই নয় ৬০০ টাকায় শিশিতে ভরে বিক্রি করা হচ্ছে বাঘের মূত্র! চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, আর্থ্রাইটিস, মাংসপেশিতে ব্যথার উপশম হবে দক্ষিণরায়ের মূত্র দিয়ে। যদিও কোনও বিজ্ঞানী চিড়িয়াখানা কর্তৃপক্ষের এই দাবিকে মান্যতা দেয়নি।
ঘটনা দক্ষিণ চিনের সিচুয়ান প্রদেশের। শরীরে বাতের ব্যথাজনিত একাধিক রোগ সারাতে বোতল বোতল বাঘের প্রস্রাব বিক্রি হচ্ছে স্থানীয় এক চিড়িয়াখানায়। ২৫০ গ্রাম সাইবেরিয়ান বাঘের প্রস্রাব মিলছে ৫০ চীনা মুদ্রা বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০ টাকায়। যাঁরা তা কিনছেন তাঁদের বলা হচ্ছে, ওই প্রস্রাবের সঙ্গে ওয়াইন মিশিয়ে আদার টুকরো দিয়ে ব্যথার জায়গায় তা লাগাতে হবে। আশ্চর্যজনক বিষয় হল চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, যে এটি সেবনও করা যেতে পারে। তবে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে সেটির সেবন না করার বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে।
কীভাবে সংগ্রহ করা হয় সেই প্রস্রাব?চিড়িয়াখানার কর্মীরা জানিয়েছেন, যেখানে বাঘেরা প্রস্রাব করে সেই পাত্র থেকে সংগ্রহ করে বোতলে ভরা হয়। ওই তরল পদার্থগুলিকে জীবাণুমুক্ত করা হয় কি না, সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি কর্মীরা।
চিড়িয়াখানার এই পদক্ষেপের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। হুবেই প্রাদেশিক হাসপাতালের একজন ফার্মাসিস্টের মতে, বাঘের মূত্র ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় স্বীকৃত নয়। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, যথাযথ অনুমোদনপত্র বা লাইসেন্স নিয়েই নাকি এই প্রস্রাব বিক্রি করছেন।
