আজকাল ওয়েবডেস্ক: সাপ সাধারণত ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যেগুলি বিষাক্ত। তবুও এদের অনেকেই অবিশ্বাস্যভাবে সুন্দর—বিশেষ করে লাল রঙের সাপগুলো, যাদের দীপ্তি ও নকশা চোখে পড়ার মতো। তাদের শরীরের আকৃতি, চলাফেরা এবং পরিবেশের সঙ্গে মিশে থাকার ক্ষমতা সত্যিই মুগ্ধ করার মতো, অবশ্যই নিরাপদ দূরত্ব থেকে দেখলে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এশিয়া ও আফ্রিকা পর্যন্ত, লাল রঙের সাপেরা শুধু নজরকাড়া নয়, বরং জানার মতো অনেক আকর্ষণীয় তথ্যও লুকিয়ে রাখে। প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার বা শুধু কৌতূহলী যে হোন না কেন, এসব সাপ প্রকৃতির বৈচিত্র্যকে আরও জীবন্ত করে তুলে ধরে।


রেড কর্ন স্নেক
এই সাপগুলোর ত্বক লালচে-কমলা রঙের, চারপাশে পাতলা কালো বর্ডার থাকে, যা তাদের আরও উজ্জ্বল করে তোলে। এগুলো বিষহীন এবং সাধারণত শান্ত স্বভাবের। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া এবং সাউথ ক্যারোলিনার পাইন-জঙ্গলে এদের বেশি দেখা যায়। পাতা বা গাছের গোড়ায় লুকিয়ে থাকতে পছন্দ করে।


রেড মিল্ক স্নেক
এদের লাল, সাদা এবং কালো আঁকিবুঁকি দেখে অনেক সময় বিষাক্ত করাল সাপের সঙ্গে বিভ্রান্ত হওয়া যায়। তবে এগুলো সম্পূর্ণ নিরীহ। মিসৌরি, ইলিনয় এবং কানসাসে এদের পাওয়া যায়। দিনের ঠান্ডা সময় বা রাতে বের হয় এবং পাথর বা কাঠের গুঁড়ির নিচে লুকিয়ে থাকে।


ইস্টার্ন করাল স্নেক
এটি একটি বিষাক্ত সাপ, যার দেহে লাল, কালো ও হলুদ রঙের বর্ণিল ব্যান্ড থাকে। ফ্লোরিডা, আলাবামা ও মিসিসিপির বালুকাময় বা জলাভূমিমূলক এলাকায় এরা বাস করে। বৃষ্টি শেষে বা বসন্ত–শরতে এরা বেশি সক্রিয় থাকে।


রেড স্পিটিং কোবরা
পূর্ব আফ্রিকার কেনিয়া, ইথিওপিয়া ও উত্তর তানজানিয়ায় পাওয়া এই সাপটি দুই মিটার দূর পর্যন্ত বিষ ছুড়তে পারে। শুষ্ক সাভানা ও আধা-মরু অঞ্চলে থাকে এবং রাতে বেশি সক্রিয়। আক্রমণ না করলে সাধারণত মানুষকে এড়িয়ে চলে।


রেড ব্যাম্বু স্নেক
স্ট্রাইপ-নেকড স্নেক নামেও পরিচিত। লালচে উজ্জ্বল দেহ, সঙ্গে গাঢ় দাগ বা স্ট্রাইপ—খুবই নজরকাড়া। দক্ষিণ চীন, উত্তর থাইল্যান্ড ও ভিয়েতনামের আর্দ্র পাহাড়ি বনেই এদের বাস। এরা শান্ত এবং খুব কমই আক্রমণাত্মক।


ব্যান্ডেড কুকরি স্নেক
ছোট আকারের এই সাপগুলো ইট-লাল বা মাটির লাল রঙের হয়ে থাকে। হালকা বিষধর হলেও মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়। ভারত, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার গ্রামাঞ্চল, বাগান এবং কৃষিজমিতে প্রায়ই দেখা যায়। মাটির নিচে বা আবর্জনার তলায় লুকিয়ে থাকে।


রেড-ব্যাকড প্যারট স্নেক
দীর্ঘ, সরু ও অত্যন্ত আকর্ষণীয় এই সাপগুলো সেন্ট্রাল আমেরিকার রেইনফরেস্টে—কোস্টা রিকা, পানামা ও নিকারাগুয়ায়—পাওয়া যায়। গাছের ডালের মাঝে খুব নিঃশব্দে চলাফেরা করে, ফলে সহজে চোখে পড়ে না।


রেড মাউন্টেন রেসার
এটি এক ধরনের রেড ব্যাম্বু স্নেক, যার গা গাঢ় লাল এবং পিঠে কালো স্যাডল-আকৃতির দাগ থাকে। নেপাল, ভুটান, উত্তর ভারত ও দক্ষিণ চীনের পাহাড়ি অরণ্যে এদের বাস। সন্ধ্যা বা ভোরে এরা বেশি চলাচল করে।


এই সাপগুলো প্রমাণ করে প্রকৃতি কতটা রঙিন ও বৈচিত্র্যময়। উজ্জ্বল লাল রঙ অনেক সময় সতর্কবার্তা হিসেবেও কাজ করে, যাকে বলা হয় অ্যাপোজম্যাটিজম। শিকারীদের দূরে রাখতে এটি দারুণ কার্যকর। আবার বিভিন্ন আবাসস্থলে—জঙ্গল, মরুভূমি, তৃণভূমি বা নদীর ধারে—এরা নিজেদের রঙ দিয়ে পরিবেশের সঙ্গে মিশে থাকতে পারে। কিছু প্রজাতির বাচ্চারা উজ্জ্বল লাল রঙ নিয়ে জন্মায়, যা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যায়—এটিও একটি বিশেষ বেঁচে থাকার কৌশল।


সব মিলিয়ে, লাল সাপেরা শুধু ভয়ের নয়, বরং প্রকৃতির আশ্চর্য রূপের দৃষ্টান্ত। তাদের নিরাপদ দূরত্বে পর্যবেক্ষণ আমাদেরকে একইসঙ্গে সৌন্দর্য উপভোগ করতে এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বুঝতে সাহায্য করে।