আজকাল ওয়েবডেস্ক: ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার কনিষ্ঠ কন্যা রাজকুমারী আমিরাহ ওয়ার্দাতুল বলকিয়া তার মনোমুগ্ধকর, মার্জিত এবং রাজকীয় জীবনযাত্রার জন্য বিশ্বব্যাপী সকলের মনোযোগ আকর্ষণ করছেন। মাত্র ১৭ বছর বয়সে, যুবতী রাজকুমারী এমন একটি জীবনযাপন করেন যেখানে বিলাসিতা স্বাভাবিক এবং প্রতিটি স্বপ্ন সোনায় মোড়া।
২০০৮ সালে মালয়েশিয়ান টেলিভিশন উপস্থাপক আজরিনাজ মাজহার হাকিমের ঘরে জন্ম তার। আমিরাহ সুলতান বলকিয়ার ১২ সন্তানের একজন। বলকিয়ার বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন এবং সবচেয়ে ধনী রাজাদের একজন। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় ২০-৩০ বিলিয়ন ডলার। এই বিপুল সম্পদের উৎস ব্রুনেইয়ের বিশাল তেলের ভাণ্ডার।
তবে, আমিরাহর জীবনে দুঃখের মুহূর্তও আছে অনেক। তার বাবা-মা ২০০৫ সালে বিয়ে করেন কিন্তু ২০১০ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর সুলতান তার অভিভাবকত্ব নিজের হাতেই রাখেন। রাজকীয় পরিবেশ সত্ত্বেও, এই বিচ্ছেদ তার শৈশবে নীরবে ছায়া ফেলেছে।
আরও পড়ুন: ‘সাগরতলের দানব’! এক বোমাতেই তৈরি হবে বিশাল সুনামি, পুতিনের নতুন পরমাণু অস্ত্রের খবরে আতঙ্কে আমেরিকা
রাজকন্যাকে প্রায়শই তার মায়ের সৌন্দর্যের প্রতিরূপ হিসেবে বর্ণনা করা হয়। তার সোশ্যাল মিডিয়ায় বিশ্বব্যাপী তার অনুগামী রয়েছেন। ইনস্টাগ্রাম, টিকটক এবং ফেসবুক জুড়ে অসংখ্য ফ্যান পেজ রয়েছে তার নামে।
আমিরাহর টিকটক ভিডিওগুলি প্রায়শই ভাইরাল হয়। গ্ল্যামারের বাইরেও, সে শিক্ষার প্রতি নিবেদিতপ্রাণ। জেরুডং ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী, যা ব্রিটিশ পাঠ্যক্রম অনুসরণকারী ব্রুনেইয়ের অন্যতম অভিজাত প্রতিষ্ঠান। আমিরা বর্তমানে উচ্চ বিদ্যালয়ের শেষ বর্ষে রয়েছে। সে নৃত্য, শিল্পকলা এবং দাতব্য উদ্যোগে পারদর্শী হিসেবে পরিচিত।
