আজকাল ওয়েবডেস্ক: পোশাক নিয়ে কারুকার্য কতই না হয়। তা নিয়ে পুরুষ বলুন বা মহিলা সকলের আগ্রহ থাকে নজরকাড়া। এবার ভাইরাল হল অভিনব জামা। বুদবুদ দিয়ে মোড়ানো সেই জামা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটিজেনদের মধ্যে।
এই জামার আবিষ্কারক কিন্তু ভারতের নন, বাইরের। বেলারুশের বাসিন্দা ওই জামা ব্যবসায়ীর তৈরি জামাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই পোশাকের দাম ধার্য করা হয়েছে সাত হাজার দুশো টাকা। দুধরনের পোশাক বানানো হয়েছে। একটা জ্যাকেট। এটি ফুল হাতা বিশিষ্ট। আরেকটি মহিলাদের পছন্দসই ওয়ানপিস। দুটি পোশাকেই নেই কোনও সুতো। পুরো পোষাকটিই বুদবুদ দিয়ে মোড়ানো। অনেকেই ছুটির দিনে এই পোশাকটি পরিধান করতে পারেন।
এক টিকটক ব্যবহারকারী এই পোশাকটির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, পোশাকের মূল্যের ট্যাগটি। যাঁর মূল্য সে দেশের হিসেবে ২৮০ বেলারুশিয়ান রুবেল এবং ভারতীয় টাকার অঙ্কে প্রায় সাত হাজার দুশো টাকা। হাজার হাজার ভিউ হচ্ছে সেই ভিডিও।
তাতে প্রচুর নেটিজেনরা কমেন্ট করছেন। একজন দাবি করেছেন, এটা কী করে কেউ পরতে পারেন? আবার কারও বক্তব্য, এটা পরলে চাপ বেরিয়ে আসবে। এ যেন এক মজাদার পোশাক। আবার কেউ এই মন্তব্যও করেছেন, শান্ত থাকার জন্য এই পোশাকটি নিজের প্রাক্তনকে পাঠানো যেতে পারে।
তবে জানা গিয়েছে, ওই পোষাকটি সংখ্যায় রয়েছে মাত্র ২০টি। সেগুলো সবই ওয়ান পিস। এছাড়া জ্যাকেটও রয়েছে ২০টি। এর কিছুদিন আগে ভাইরাল হয়েছিল আরও একটি বিষয়। তাতে ছিল মাছের তৈরি পোশাক। এছাড়া ছিল পপ সংস্কৃতির তারকা লেডি গাগার তৈরি মাংসের পোশাক।
