আজকাল ওয়েবডেস্ক: ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে মুক্তি চাইলেন টেসলা কর্তা ইলন মাস্ক। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন স্পেস স্টেশন থেকে অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। এবার তার ফোকাস থাকবে শুধু মঙ্গলের দিকে।
আমেরিকার বিগ বিউটিফুল বিলের খবর সামনে আসার পরই মাস্কের এই উক্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সকলে। যেভাবে এতদিন ধরে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের সঙ্গে তিনি ছিলেন সেখান থেকে তিনি এবার তিনি যে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন সেটাই এবার সকলের সামনে এসেছে।
এর আগেও মাস্ক এই সংস্থা থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেভাবে মাস্কের সম্পর্কের অবনতি হয়েছে তারপর থেকেই এই সংস্থা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন। যত দিন চলছে ততই ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের অবনতি হয়েছে।
তবে মঙ্গলে অবতরণ করার নিজের টার্গেট থেকে সরছেন না মাস্ক। তার মতে মানুষের পরবর্তী বাসস্থান হতে চলেছে মঙ্গল গ্রহ। তাই নিজের নিজের সেই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে চান। ২০২৯ সালের মধ্যে মঙ্গলে মানুষের বাসস্থান তৈরি করে বাকিদের পিছনে ফেলে দিতে চান মাস্ক। নিজের সেই কাজই তিনি করতে চলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে তাঁর 'ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট' স্বাক্ষর করেছেন। এই আবহে বিলটি আইনে পরিণত হয়েছে। এটিকে 'আমেরিকাকে ফের মহান বানানোর দিকে একটি সাহসী পদক্ষেপ' হিসাবে উল্লেখ করেছেন ট্রাম্প। আর ট্রাম্প এই বিলে সই করতেই ফের একবার আমেরিকায় তৃতীয় রাজনৈতিক পার্টি খোলার ইঙ্গিত দিলেন ধনকুবের ইলন মাস্ক।
এই বিগ বিউটিফুল বিলে ৪.৫ ট্রিলিয়ন ডলার কর ছাড়ের কথা বলা হয়েছে। মেডিকেড এবং ফুড স্ট্যাম্প খাতে বরাদ্দ কমছে ১.২ ট্রিলিয়ন ডলার। এই আইনের ফলে ১২ মিলিয়ন মার্কিনি স্বাস্থ্য বিমা হারাবেন। মার্কিন হউজ অফ রিপ্রেজেন্টেটিভসে বিলটি পাস হয় ২১৮-২১৪ ভোটে। এবং সেনেটে বিলটি পাশ হয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের টাই ব্রেকিং ভোটে। এদিকে শুরু থেকেই বিলটির বিরোধিতা করে এসেছেন মাস্ক। এই নিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর তুমুল ঝামেলা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করেছেন ট্রাম্প ও মাস্ক। এই আবহে মাস্ক সত্যি সত্যি ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক ময়দানে নামেন কি না, সেদিকেই নজর সবার।
