আজকাল ওয়েবডেস্ক: ১৯৯০-এর দশকের জনপ্রিয় হলিউড অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি রোবোকপ-এর নির্মাতারা হয়তো কল্পনাও করেননি যে কয়েক দশক পর সেই ধারণা বাস্তবে রূপ নিতে পারে। কিন্তু বাস্তবতা এখন অনেকটাই সিনেমার মতো। চীনের শেনঝেন শহরে সম্প্রতি পুলিশের সঙ্গে টহল দিতে দেখা গেছে এক মানবাকৃতির রোবটকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা দুই পুলিশ সদস্যের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটছে ওই রোবট। অনেকের মতে, এটাই হতে পারে ভবিষ্যতের পুলিশিং ব্যবস্থা, কারণ বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই অপরাধ শনাক্তকরণ, বোমা নিষ্ক্রিয়করণ, নজরদারি ও টহল দেওয়ার কাজে রোবট ব্যবহার শুরু করেছে।


এআই-চালিত এই রোবটকে অনেকেই ডাকছেন ‘টার্মিনেটর কপ’। এর হাঁটার ভঙ্গি অনেকটা আর্নল্ড শোয়ার্জনেগারের অভিনীত টার্মিনেটর ২: জাজমেন্ট ডে ছবির খলচরিত্রের মতো। এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী মজা করে লিখেছেন, “এটা এমনভাবে পুলিশ টহলে যোগ দিয়েছে, যেন ২০৪৯ সাল ইতিমধ্যেই চলে এসেছে।” আরেকজন মন্তব্য করেছেন, “দেখতে যেন শক্তপোক্ত ধাতব সৈনিক—ধীরে হাঁটার জন্য যে কাউকে গ্রেপ্তার করতে প্রস্তুত!”


এই টহলটি করা হয়েছিল শেনঝেনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র উইন্ডো অব দ্য ওয়ার্ল্ড পার্কে। তবে এটি আসলে একটি প্রদর্শনীমূলক ডেমো ছিল। 


এই রোবট তৈরি করেছে শেষঝেনের একটি রোবোট সংসথা। শেনঝেনের নানশান জেলায় অবস্থিত এই স্টার্টআপটি সাধারণ উদ্দেশ্যের হিউম্যানয়েড রোবট তৈরিতে বিশেষজ্ঞ। ২০২৩ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠার পর থেকেই তারা একাধিক মডেল বাজারে এনেছে।

 


এটি হল তাদের প্রধান পূর্ণাঙ্গ মডেল, যা সম্পূর্ণভাবে নিজেদের ঘরোয়া প্রযুক্তিতে তৈরি। প্রায় পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার এই রোবটের ওজন প্রায় ৭৫ কেজি। এটি মার্শাল আর্ট কিক, লাফ, ঘূর্ণনের মতো জটিল কাজও করতে পারে। এর হাতে রয়েছে উন্নত স্পর্শ-সংবেদনশীল প্রযুক্তি। এনভিডিয়া-ভিত্তিক এআই মডিউলসহ এই রোবট একটানা চার থেকে পাঁচ ঘণ্টা কাজ করতে পারে এবং সর্বোচ্চ প্রায় ১০.৮ কিমি গতিতে হাঁটতে সক্ষম। এটির বেস মডেলের দাম শুরু হচ্ছে প্রায় ২৫ হাজার মার্কিন ডলার থেকে।