আজকাল ওয়েবডেস্ক: তাইওয়ানের তাইচুং শহরে একটি জুনিয়র হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে পড়ুয়াদের সামনে পরিবেশিত হল পোল ডান্স। কিন্তু জানা গেল, ওই স্কুলেরই এক ছাত্রের মা পোল ডান্সার পাঠিয়েছিলেন। তাঁর সন্তান স্নাতক পাশ করায় আনন্দে এই কাজ করেন তিনি। এটাই ছিল তাঁর ছেলের জন্য ‘গ্র্যাজুয়েশন গিফট’। ঘটনাটি ঘটে ১১ জুন সকালে, সরকারি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক পরপরই। স্কুল থে্কে বেরোনোর সময় ছাত্রছাত্রীরা দেখেন প্রবেশদ্বারের সামনে দুটি গান বাজানো ট্রাকের উপর স্বল্পবসনা পোল ডান্সাররা সাশ্রয়ী পোশাকে প্ররোচনামূলক ভঙ্গিমায় নাচছেন।
পুরো দৃশ্য দেখে হতবাক হয়ে যান অনেক ছাত্র, অভিভাবক এবং পথচারী। কেউ কেউ আবার এই দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করেন। ঘটনার জেরে অনেকেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, সকাল ১০টা ২২ মিনিটে এই অভিযোগ আসে। পুলিশ পৌঁছালে দেখা যায়, ইতিমধ্যেই অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তবে সেই সময় ঘটনাস্থলে ভিড় ছিল। উপস্থিত ছিল গান বাজানোর গাড়িদুটিও। ঘটনার পর ওই ছাত্রের মা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, নিজেরই এক বন্ধুর সহায়তায় এই পোল ডান্সের অনুষ্ঠান আয়োজন করেছিলেন তিনি। তবে কোরিওগ্রাফি ছিল তাঁর নিজস্ব পরিকল্পনা।
তিনি জানান, ‘অন্যান্য অভিভাবকেরা গ্র্যাজুয়েশনের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আমি চেয়েছিলাম আমাদের আয়োজনটা একটু আলাদা হোক’। তিনি আরও বলেন, ‘আমি চাই এই দিনটা আমার ছেলের জন্য একটা চিরস্মরণীয় উপহার হয়ে থাকুক’। ঘটনার সময় উপস্থিত সেই ছাত্র জানায়, ‘আমি পুরোপুরি চমকে গিয়েছিলাম। তবে মা-বাবার ইচ্ছাকে সম্মান জানিয়ে কিছু বলিনি’। ঘটনাটি নিয়ে তাইওয়ানজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ এর তীব্র নিন্দা করেছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে আবার এটিকে ‘অশালীন’, ‘অপ্রাসঙ্গিক’ এবং শিক্ষার্থীদের জন্য ‘ভুল বার্তা’ বলেও ব্যাখ্যা করেছেন।
