আজকাল ওয়েবডেস্ক: যখন দুই পুরনো বন্ধুর দেখা হয় তখন নানা ধরণের আলোচনা হয়। এমনই একটি বিরল অভিজ্ঞতার সাক্ষী হলেন গুগলের সিইও সুন্দর পিচাই। ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ২০২৫ অনুষ্ঠানে গিয়ে অবাক হয়ে গেলেন গুগল সিইও।


লন্ডনে হয়েছিল এই অনুষ্ঠানটি। সেখানে উপস্থিত ছিলেন ইসকনের সন্ন্যাসী গৌরাঙ্গ দাস। আর সেখানেই দুই পুরনো বন্ধুর দেখা হয়। তবে এখানেই ছিল অবাক করার পালা। একদিকে যেখানে গুগলের সিইও ছিলেন একেবার ব্যস্ত, উদ্বিগ্ন। সেখানে তারই বন্ধু গৌরাঙ্গ দাস ছিলেন একেবারে মুক্ত মনের।


এরা দুজনেই আইআইটি বম্বে থেকে পড়াশোনা করেছিলেন। সেখানে দুজনের মধ্যে দীর্ঘসময় ধরে আলোচনা হয়। তারা দুজনে একই ব্যাচের ছিলেন। ফলে সেখানে বহুদিন পর দুই বন্ধুর মধ্যে কী কথা হয় তা জানার জন্য সকলের আগ্রহ ছিল তুঙ্গে।


গৌরাঙ্গ দাস পরে জানান তিনি পিচাইয়ের সঙ্গে কথা বলেছেন। পিচাইয়ের বয়স ৫৩ বছর। প্রায় একই বয়স গৌরাঙ্গের। তবে গৌরঙ্গকে পিচাইয়ের কাছে অনেক বেশি যুবক দেখিয়েছে। তাকে পিচাই প্রশ্ন করে কীভাবে চিন্তা থেকে দূরে থাকা যায়। তবে এরপর গৌরাঙ্গ যে উত্তর দেন তাতে পিচাই একেবারে অবাক হয়ে যান। 


পিচাইকে গৌরাঙ্গ বলেন, তিনি গুগলের সঙ্গে সারাদিন কাটিয়ে দেন। তাই চিন্তা অনেকের থেকে অনেক বেশি। আর গৌরাঙ্গ দাস সারাদিন ভগবানের সঙ্গে কাটিয়ে দেন। ফলে তিনি নিজের বয়সকে ধরে রেখেছেন। যেখানে গোটা বিশ্ব ডিজিটাল রোগে আক্রান্ত সেখানে তার থেকে বাঁচতে পারেননি পিচাই নিজেও। নিজের ক্যারিয়ার তিনি সেটাই বেছে নিয়েছেন। তবে গৌরাঙ্গ সেই পথ বেছে নেননি। তিনি সন্ন্যাসের মাধ্যমে জীবন কাটিয়েছেন। ফলে সেখানে তিনি অনেক বেশি শান্ত রয়েছেন।


গৌরাঙ্গ দাস সম্পর্কে যারা জানেন না তারা জেনে নিন তিনি বম্বে আইআইটির এক পড়ুয়া ছিলেন। তবে নিজের জীবনকে তিনি ভগবানের কাজে ব্যবহার করেছেন। তিনি ইসকনের একজন সক্রিয় সদস্য। শিক্ষা, পরিবেশ নিয়ে তার বার্তা সকলকেই মুগ্ধ করেছে।