আজকাল ওয়েবডেস্ক:  বাইরে থেকে যারা বেশি খাবার কিনে খান তাদের কাছে সুখের খবর নয়। তাদের হার্ট অ্যাটাকের মাত্রা বাড়তে পারে। যে বাক্স করে আপনার খাবারটি আসছে সেখানে রয়েছে ক্ষতিকারক পদার্থ। প্লাস্টিকের বাক্সে খাবার থাকলে সেখান থেকে প্লাস্টিকের কণা সেখানে মিশে যায়। ফলে এটি আপনার স্বাস্থ্যে বিরাট ক্ষতি করে থাকে। 


গবেষকরা মনে করছেন যেভাবে প্লাস্টিকের বাক্স করে খাবার আসছে সেখানে খাবারের সঙ্গে মিশছে বিষ। এটি খালি চোখে দেখা না গেলেও খাবারে মিশছে এই বিষ। এবিষয়ে বিরাট গবেষণা করেছেন চিনের একদল গবেষক। তারা জানিয়ে দিয়েছেন প্লাস্টিক যখন তৈরি হয় তখন সেখানে বেশকিছু ক্ষতিকারক পদার্থ গায়ে লেগে থাকে। যখন সেই বাক্স করে খাবার আসছে তখন অতি সহজেই সেই খাবার বাক্সের ক্ষতিকারক কণার সঙ্গে মিশছে। ফলে এবার যদি সেই খাবার সরাসরি পেটে যায় তাহলে তার বিরাট প্রভাব পড়ছে হার্টের উপর। এমনকি যদি বহু সময় ধরে খাবার প্লাস্টিকের বাক্সে থাকার পর সেই খাবার খাওয়া হয় তাহলে সেখান থেকে সরাসরি হার্ট ব্লকের মতো ঘটনা ঘটতে পারে।


চিনের গবেষকরা জানিয়েছেন ৩ হাজার মানুষের উপর তারা একটি গবেষণা চালিয়েছেন। সেখান থেকে দেখা গিয়েছে এরা সকলেই প্লাস্টিকের বাক্সে রাখা খাবার খেয়েছিলেন। এরপর থেকেই তাদের নানা ধরণের হার্টের রোগ দেখা গিয়েছে। যে ভয়াবহ কেমিক্যাল প্লাস্টিকের বাক্সে রয়েছে সেটি সরাসরি মিশেছে খাবারের মধ্যে। 

 


প্লাস্টিক যে সামগ্রী দিয়ে তৈরি হয় সেখান থেকে যদি এটি খাবারের স্পর্শে আসে তাহলে বিপরীত প্রতিক্রিয়া তৈরি করে। যদি রান্না করা খাবার এখানে রাখা হয় তাহলে তার বিষ সরাসরি মিশবে খাবারে। ফলে অবহেলা করা হলেও দেহে ধীরে ধীরে বিষের মাত্রা বাড়ছে। এই বিষ একেবারে হামলা করছে হার্টের উপর। ফলে হার্ট অ্যাটাক হওয়া অতি স্বাভাবিক। তাই এখন থেকে যদি সাবধান না হওয়া যায় তাহলে নিজের হার্টের বারোটা নিজেরাই বাজাবেন।