আজকাল ওয়েবডেস্ক: ব্রিস্টলের নিকটবর্তী জনপ্রিয় সৌন্দর্যমণ্ডিত এলাকা ‘দ্য ডাউনস’-এ প্রকৃতি পরিদর্শনে বেরিয়ে হতবাক হয়ে পড়েন একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাদের চোখের সামনেই একটি গাড়ির ভেতর যৌনমিলনে লিপ্ত ছিলেন এক যুগল। ঘটনাটি এলাকায় ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা এবং নৈরাজ্যের চিত্র আরও স্পষ্ট করেছে বলে অভিযোগ স্থানীয়দের।
ঘটনাটি ঘটে ডাউনসের সার্কুলার রোডের পাশে, দুটি বড় ভ্যানের মাঝখানে পার্ক করা একটি ছোট গাড়িতে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ১৭ জন শিক্ষার্থীকে নিয়ে প্রকৃতি পর্যবেক্ষণ করছিলেন অ্যাভন গর্জ অ্যান্ড ডাউনস ওয়াইল্ডলাইফ টিমের জীববৈচিত্র্য সংযোগ ও লার্নিং ম্যানেজার আনা স্টিভেন্স। হঠাৎ পাশ দিয়ে হাঁটার সময় তারা দেখতে পান যে গাড়ির ভেতর দু’জন ব্যক্তি প্রকাশ্যে যৌনমিলনে লিপ্ত। তাদের শীৎকারে এলাকা মুখর!
স্টিভেন্স জানান, “আমার সঙ্গে সৌভাগ্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ছিল। ভাবতেই পারছি না, যদি ১০ বছরের শিশুদের নিয়ে আসতাম, তাহলে পরিস্থিতি কতটা বিব্রতকর হতো। broad daylight-এ, পথঘাটের একেবারে পাশে এমন দৃশ্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
তিনি আরও বলেন, এলাকায় অনিয়ন্ত্রিতভাবে লোকজন পাহাড়ি অঞ্চলে বাস করতে শুরু করায় এটি যেন “নিজস্ব বাড়ি” হিসেবে ব্যবহার করার প্রবণতা তৈরি হয়েছে। ফলে প্রকাশ্যে অনৈতিক আচরণ থেকেও তারা বিরত থাকছেন না।
ঠিক কখন ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত না হলেও, একই সময়ে ব্রিস্টল সিটি কাউন্সিল ডাউনসের বেশ কিছু অংশকে ‘জনস্বাস্থ্য ঝুঁকির এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। দুইজন শীর্ষ স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, কয়েকটি জায়গায় সংগঠিতভাবে প্রকাশ্যে মানববর্জ্য ত্যাগ করার মতো ঘটনা ঘটছে, যা “অপ্রাতিষ্ঠানিক টয়লেট” হিসেবে ব্যবহৃত হচ্ছে।
একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, “এটি নিজের বাড়ির মতো ব্যবহার করার বিষয় নয়, বরং এলাকাটি এখন সম্পূর্ণ আইনহীন হয়ে পড়েছে। আমরা নিজেরাই এ অবস্থাকে তৈরি করেছি। আনা এবং তার অতিথিদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু তা করা হচ্ছে না।”
স্থানীয়দের দাবি, অবিলম্বে কঠোর নজরদারি ও পুলিশি টহল বাড়ানো জরুরি, নইলে এলাকাটির পরিবেশ, নিরাপত্তা এবং জনস্বাস্থ্য তিনই হুমকির মুখে পড়বে।
