আজকাল ওয়েবডেস্ক: ওয়ালার্টের ভ্রাম্যমাণ উনুনে মিলল এক শিখ তরুণীর দেহ। কানাডার হোলিফ্যাক্স শহরের ওয়ালমার্ট সংস্থায় একটি বেকারির ভ্রাম্যমাণ উনুনে মিলেছে ১৯ বছরের শিখ তরুণীর দেহ। স্থানীয় পুলিশ জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ তাদের কাছে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, মামফোর্ড রোডের নিকটে অবস্থিত ওয়ালমার্ট সংস্থার বেকারির ভ্রাম্যমাণ উনুনের মধ্যে এক তরুণীর দেহ পড়ে রয়েছে।
জানা গেছে ওই তরুণী সংস্থাতেই কাজ করতেন। তার নাম, পরিচয় জানা যায়নি। সেখানকার শিখ সম্প্রদায় জানিয়েছে, ওই তরুণী শিখ সম্প্রদায়ের ছিলেন। শিখ সম্প্রদায়ের তরফে বলা হয়েছে, ‘খুবই দুঃখজনক ঘটনা। শিখ তরুণীর পরিবারের প্রতি রইল সমবেদনা। উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদেশে কাজ করতে এসে এভাবে প্রাণ গেল ওই তরুণীর।’ জানা গেছে, ওই তরুণী সম্প্রতি ভারত থেকে কানাডা এসেছিলেন।
আপাতত ওয়ালমার্টের ওই স্টোরটি বন্ধ রাখা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্টোরটি খোলা যাবে না বলে জানিয়েছে পুলিশ। ওয়ালমার্টও সংস্থাও তাদের কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
