আজাকাল ওয়েবডেস্ক: এক একটি দেশ, মাঝে ব্যবধান বিস্তর। ভৌগোলিক ব্যবধান, সামাজিক-সাংস্কৃতিক ব্যবধান। তবু দুটি রঙের কারণেই একগুচ্ছ দেশের মধ্যে একটি বড় মিল রয়েছে। আগে বলা যাক, কোন রঙ। রঙ দুটি হল নীল এবং সাদা। সমীক্ষার তথ্য, বিশ্বের একাধিক দেশের জাতীয় পতাকায় রয়েছে নীল-সাদা রঙ। এবং এই রঙগুলি বহন করে বিশেষ অর্থ, তাৎপর্য।
কোন কোন দেশ জানেন?
তালিকায় প্রথমেই আর্জেন্টিনা। এই দেশের পতাকায় নীল-সাদা রঙ আকাশ, জল এবং শান্তিকে তুলে ধরে।
তালিকায় দ্বিতীয়, এল সালভাদোর। মধ্য আমেরিকায় প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রের পতাকাতেও নীল-সাদা রঙ। এই দুটি রঙ বহন করে আকাশ-ক্যারাবিয়ান সি-প্রশান্ত মহাসাগর-শান্তি এবং সমৃদ্ধিকে।
ঐতিহ্যের দেশ গ্রীস। তাদের পতাকাতেও নীল-সাদা রঙ। এই দেশে জাতীয় পতাকায় রঙ দুটি আকাশ-সমুদ্র এবং গ্রীকদের স্বাধীনতার লড়াইয়ের কথা বলে।
ফিনল্যান্ড। এই দেশের পতাকাও নীল-সাদা রঙের। সাদা পতাকার মাঝে নীল চিহ্ন। ওই দেশের জাতীয় পতাকায় সাদা রঙ বরফের প্রতীক, নীল রঙ নর্ডিক দেশগুলির এবং খ্রিস্টানিটির প্রতীক।
তালিকায় উরুগুয়ে। উরুগুয়ের জাতীয় পতাকা লক্ষ করলে দেখা যাবে সমান্তরাল ভাবে ন’টি নীল-সাদা দাগ রয়েছে।
ইজরায়েলের পতাকাতেও রয়েছে নীল-সাদা রঙ।
