আজকাল ওয়েবডেস্কঃ একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে যে হাততালি কেবল হাতের তালুর সংঘর্ষের ফলেই হয় না। আটকে থাকা বাতাস যখন  দ্রুত  বাইরে বেরিয়ে যায়, তৈরি হয় একপ্রকার কম্পন।  সেই কম্পনের ফলেই হাততালির 'পপ'-জাতীয় যে পরিচিত শব্দ , তার জন্ম । আমরা সকলেই হাততালি দি আনন্দে , কৃতজ্ঞতা প্রকাশের জন্য অথবা কেবলই অভ্যেসের দায়ে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আমরা যখন হাততালি দি ,তখন শব্দের উৎপত্তি আসলে কীভাবে ঘটে! বিজ্ঞানীরা এখন এই দৈনন্দিন ক্রিয়ার পেছনের পদার্থবিদ্যার রহস্য উন্মোচন করেছেন । উত্তর যথারীতি জটিল ।

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় এবং মিসিসিপি  বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হাততালির বিজ্ঞানের উপর একটি গভীর গবেষণা  পরিচালনা করেছেন । সাম্প্রতিক এই গবেষণা অনুসারে, এই শব্দ কেবল হাতের তালুর সংঘর্ষ থেকে আসে না । হাততালি দিলে আসলে কী হয়? ফিজিক্যাল  রিভিউ রিসার্চ জার্নালে প্রকাশিত এই গবেষণাটিতে জানা গিয়েছে , যখন দুটি হাতের তালু একত্রিত হয় , তখন তাদের মধ্যে অল্প পরিমাণে বায়ু আটকে যায় । এই আটকে যাওয়া বাতাস সংকীর্ণ ফাঁক দিয়ে দ্রুত বেরিয়ে যায় , বিশেষ করে  বুড়ো আঙুল এবং তর্জনীর কাছে, যার ফলে আশপাশের বায়ু অণুগুলি কম্পিত হয় । এই কম্পনই হাততালির শব্দ উৎপাদন করে । 

এই ঘটনাটি আরও ভালভাবে বোঝার জন্য , বিজ্ঞানীরা আসল এবং কৃত্রিম উভয় ধরনের সিলিকন ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা করেছেন । তাঁরা হাতের গতি , আকার ,এবং ত্বকের কোমলতার মতো বিষয়গুলি বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেছিলেন যে একেকটি হাত, শব্দকে কীভাবে প্রভাবিত করে । কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ইয়াং ফু বলেন, " আমরা সবসময় হাততালিই দি , কিন্তু এর পেছনের পদার্থবিদ্যা সম্পর্কে খুব কমই ভাবি । এই গবেষণার লক্ষ্য ছিল বিশ্বকে আরও গভীরভাবে বোঝা " ।

মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের লিকুন ঝাং আরও বলেন  যে তাঁদের গবেষনা কেবল শব্দের উপরই নয় ,বরং হাতের গঠন , বায়ু প্রবাহ ও প্রভাবের উপরও দৃষ্টি নিবন্ধ করে।এই গবেষনার ফলাফল হেলমহোল্টজ রেজল্যান্স নামে পরিচিত একটি ধারণার সঙ্গে সম্পর্কিত । এটি বোতলের উপর দিয়ে ফুঁ দেওয়ার সময় সৃষ্ট শব্দকে ব্যাখ্যা করে। তবে বোতলের শক্ত পৃষ্ঠের বিপরীতে ,মানুষের হাতের তালুর নরম এবং নমনীয়তা হাতাতালির শব্দকে ছোট ও তীক্ষ্ণ করে তোলে। প্রত্যেকের হাতাতালির শব্দ আলাদা । ঠিক আঙুলের ছাপের মতো হাতাতালির সুর এবং ফ্রিকোয়েন্সি ব্যক্তিভেদে পরিবর্তিত হতে পারে । ভবিষ্যতে এটি শনাক্তকরণের একটি নতুন রূপ হিসেবে ব্যবহার করা যেতে পারে ।