আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিন ধরেই প্রকৃতি পরিবর্তন হয়ে চলেছে। ফলে পৃথিবীতে থাকা প্রাণীরাও পরিবর্তন হয়ে চলেছে। তবে সবথেকে অবাক করা বিষয় হল যখন বহু যুগ আগে হারিয়ে যাওয়া প্রাণীরা ফের একবার পৃথিবীতে আসে তাহলে সেটি নিয়ে তৈরি হয় নতুন চিন্তা।
হারিয়ে যাওয়া প্রাণীরা যখন পৃথিবীতে ফিরে আসে তখন তারা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। মেক্সিকোর দ্বীপে তেমনভাবেই ফিরে এসেছে কুমিরের একটি প্রজাতি। এর জিনগত বিচার করলে দেখা গিয়েছে এটি প্রায় ১০০ বছর আগে হারিয়ে গিয়েছিল। তবে কালের নিয়মে ফের সে ফিরে এসেছে। আর ফিরে আসার পরই এই কুমির অন্যদেরকে সমস্যায় ফেলে দিয়েছে। তাদেরকে হত্যা করা শুরু করেছে।
মেক্সিকোর দ্বীপে যে কুমিরগুলিকে দেখা যায় সেগুলিকে আমেরিকার ক্রোকোডাইল বলা চলে। তবে নতুন প্রজাতির এই কুমির তাদের থেকে বেশি শক্তিশালী। ফলে তারাই রাজত্ব করছে জলের নিচে এবং ওপরে। এখানেই শেষ নয়। নতুন প্রজাতির এই কুমিরগুলি দ্রুত নিজের বংশবৃদ্ধি করে চলেছে। প্রতি সময়ে এরা এক হাজারটি করে ডিম দিয়ে চলেছে যা প্রমাণ করছে এরা দ্রুত নিজেদের সংখ্যা বাড়াতে আগ্রহী। এদের শক্তির কাছে হার মানছে জলের অন্য প্রাণীরাও।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর প্রাচীন এবং কঠিন প্রাণীদের মধ্যে কুমির অন্যতম। সে বহু যুগ ধরে রাজত্ব করেছে এখানে। ডাইনো যুগের সময়েও কুমিররা নিজেদের কাজে সমান দক্ষ ছিল। তার সেই সময়ের পরেও নিজেদেরকে ধরে রেখেছে। আকারে ছোটো হলেও তারা দীর্ঘদিন ধরে না খেয়ে থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আর এবার তাদের হারিয়ে যাওয়া প্রজাতিকে দেখে ভয় পেয়েছে সকলেই।
বিজ্ঞানীরা মনে করছেন যদি বিবর্তনের এই ধারা চলতে থাকে তাহলে বহু প্রাচীন প্রাণীরা ফিরবে পৃথিবীতে। তখন এখানে পরিবেশ বদলে যাবে। এই বদল পৃথিবী কতটা মেনে নিতে পারবে সেটাই দেখার।
