আজকাল ওয়েবডেস্ক : বহু বছর আগে হয়তো কোনও ঘটনা হয়েছে। সেই ঘটনাকে আপনি হয়তো এখনও মনে রাখতে পারেন। কখনও ভেবে দেখেছেন কীভাবে এই কাজ করে আপনার মস্তিষ্ক। সম্প্রতী বিজ্ঞানীরা একটি পরীক্ষা করে দেখেছেন মস্তিষ্কের মধ্যে একটি আঠার মত তরল পদার্থ রয়েছে। এই পদার্থের কাজ হল প্রতিটি সেলকে একে অপরের সঙ্গে যুক্ত রাখা।
ব্রেনের প্রতিটি নার্ভকে একসঙ্গে যুক্ত রাখার পাশাপাশি স্মৃতিকে ধরে রাখতে এই কাজটি সুচারুভাবে করে থাকে এই তরল পদার্থ। এমনকি ব্রেনের সঠিক কাজের হিসাবও রেখে দেয় এই তরল পদার্থ। বহু বছর ধরেই বিজ্ঞানীদের কাছে এটা এক প্রশ্নের বিষয় ছিল মানব ব্রেন কীভাবে স্মৃতিকে ধরে থাকে। এমনকি দেখা গিয়েছে ছোটোবেলায় ঘটে যাওয়া কোনও ঘটনাকে মনে রেখে দিয়েছে তার মস্তিষ্ক।
এটি অনেকটা পাজল গেমের মত। যতই তাকে ঘুরিয়ে ফিরিয়ে রেখে দেওয়া হোক না কেন সে নিজের কাজ করে যাবেই। তবে এখানে একটি বিষয়ে জোর দিয়েছেন বিজ্ঞানীরা। তারা মনে করছেন একজন সুস্থ মানুষের মস্তিষ্ক অনেক বেশি তার অতীতকে মনে রাখতে সক্ষম। তুলনায় সেই ব্যক্তি যদি শারীরিকভাবে দুর্বল হয় তবে তার এই ক্ষমতার পরিমান কম হবে।
বিজ্ঞানীরা মনে করেন, এই তরল পদার্থ প্রতিটি স্মৃতিকে একত্র করে ধরে রেখে দেয়। যদি কখনও আপনি মনে করেন সেই ঘটনাকে মনে করবেন তখনই সেই অংশের সেল অ্যাকটিভ হয়ে যায়। দ্রুত সেই ঘটনা ভেসে ওঠে আপনার সামনে। এই পদ্ধতি অনুসরণ করেই ছেলেবেলা থেকে পড়াশোনার কাজ করে আপনার মস্তিষ্ক। তবে সেগুলি হয় শর্ট টার্ম মেমোরি। মানব মস্তিষ্কের মধ্যে এমন আরও অজানা ক্ষমতা রয়েছে যার হিসাব এখনও বিজ্ঞানীরা বের করতে পারেননি। কীভাবে এত জটিল হওয়া সত্ত্বেও অতি সহজভাবে নিজের কাজ করে মস্তিষ্ক তা নিয়ে গবেষণা চলছে, আগামীদিনেও চলবে।
