আজকাল ওয়েবডেস্ক: পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের তীরবর্তী এলাকা। চীন সেখানে জোরকদমে চালাচ্ছে নির্মাণকার্য। তৈরি হচ্ছে অস্ত্রাগার, সেনা বাঙ্কার। বসানো হচ্ছে রেডারও! সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, উপগ্রহ চিত্রে ধরা পড়ে গিয়েছে চীনের সব চালাকি। এর আগেও উপগ্রহচিত্রে ওই একই এলাকায় চীনা পিপলস‌ লিবারেশন আর্মি'র শিবির, বাঙ্কার থাকার প্রমাণ মিলেছিল। এবার প্রমাণ মিলল আরও বড় তোড়জোড়ের। 

আরও পড়ুন: বড় লাফ দেওয়ার আগে থামল না তো! সোনা এবং রুপোর দামের পতন দেখে প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরা

?ref_src=twsrc%5Etfw">July 24, 2025

সূত্রের তথ্য, গালওয়ান উপত্যকা থেকে ১১০ কিলোমিটার দূরে তিব্বতের প্যাংগং হ্রদের পূর্ব অংশের তীরে নির্মাণ কার্যক্রম পুরোদমে চলছে। স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, একটি নতুন চীনা বিমান-প্রতিরক্ষা কমপ্লেক্স তৈরি হচ্ছে সেখানে, যার মধ্যে রয়েছে কমান্ড এবং নিয়ন্ত্রণ ভবন, ব্যারাক, যানবাহনের শেড, যুদ্ধাস্ত্র সংরক্ষণাগার এবং রেডার। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র তৈরি হয়েছে বলেও ধরা পড়েছে উপগ্রহচিত্রে। এই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ অংশটি নিয়েই বিশেষ ভাবনার, তেমনটাই মত বিশেষজ্ঞদের। ইন্টেলিজেন্স অ্যানালিস্টদের মতে, চীনের দূরপাল্লার HQ-9 সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) সিস্টেমগুলি গোপনভাবে রক্ষণাবেক্ষণের জন্য তৈরি  হচ্ছে বিশেষ জায়গা। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-গোয়েন্দা সংস্থা অলসোর্স অ্যানালাইসিসের গবেষকরা প্রথম এই কাঠামো শনাক্ত করেছিলেন। তাঁরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে,  ভারতের নিওমা বিমানঘাঁটির ঠিক বিপরীতে গার কাউন্টিতে এই কমপ্লেক্সের একটি প্রতিরূপও লক্ষ্য করেছিলেন।