আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে, যুদ্ধ আর প্রেমের ক্ষেত্রে সব ন্যায্য। সেই প্রবাদবাক্যই যেন বাস্তবে আরও একবার প্রমাণ হল।  সত্তর বছরের বৃদ্ধার সঙ্গে বছর চল্লিশের যুবকের নজিরবিহীন প্রেমের সাক্ষী রইলো স্পেন।

 

অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধার নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানোর কোনও ইচ্ছে ছিল না। যৌবনের দিনগুলিকে ফিরিয়ে আনতে বিকিনি পরে দিব্যি ছুটিতে দিন কাঁটাচ্ছিলেন তিনি। তখনই তাঁর  বছর চল্লিশের এক যুবকের সঙ্গে দেখা হয়। 


তারপরে তাঁদের আলাপ হয়। কথাবার্তা বাড়ে। এভাবেই তাঁদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। 

যদিও সম্পর্কের শুরুর দিকে বৃদ্ধা তেমন কিছু ভাবেননি। পরবর্তীতে প্রেমের জল গড়াতে থাকলে তাঁদের সম্পর্কের বন্ধন দৃঢ় হতে শুরু করে। এরপর আচমকাই কাউকে কিছু না জানিয়ে স্পেন ছেড়ে দেন বৃদ্ধা।  এমনকি ওই যুবককে ভুলতে অন্য অনেক পুরুষের সঙ্গে ঘনিষ্টও হন বৃদ্ধা কিন্তু যুবকের স্মৃতি তাঁর মনকে  ঘিরে রাখে।  তিনি কিছুতেই ওই যুবককে ভুলতে পারেন না।  তিনি আবারও ফিরে আসেন স্পেনে। দেখা করেন ওই যুবকের সঙ্গে।


বৃদ্ধাকে দেখা মাত্রই ওই যুবকও আবেগপ্রবণ হয়ে ওঠেন। বৃদ্ধাকে জিজ্ঞাসা করেন যুবক, কেন বৃদ্ধা তাঁর থেকে দূরে সরে গিয়েছিল। এরপর বৃদ্ধাও তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করেন। উত্তরে যুবক জানান, তাঁর বিয়ে হয়ে গেছে। পাশাপাশি দু'ই সন্তানের বাবাও তিনি। এ কথা শোনার পরে বৃদ্ধা রেগে যান। তবে যুবকের সততা ও পরিণত মানসিকতা বৃদ্ধাকে মুগ্ধ করেছিল।