আজকাল ওয়েবডেস্ক: সুস্থ রয়েছেন পুতিন। তাঁর স্বাস্থ্য নিয়ে সমস্ত জল্পনা ওড়াল রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন তিনি সুস্থ হয়েছেন। তাঁকে বডি ডবল করতে হচ্ছে না বলেও বার্তা দেওয়া হয়েছে। এই জল্পনার সূত্রপাত শনিবার। স্থানীয় একটি টেলিগ্রাম চ্যানেল আচমকা দাবি করে বসে, নিজের বাসভবনেই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পুতিন হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও জানা গিয়েছিল। স্বাভাবিক ভাবেই এই বার্তায় বেশ হইচই পড়ে বিশ্ব জুড়ে। এই প্রথম নয়, এর আগেও পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা সময়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। ক্যান্সার সহ একাধিক দুরারোগ্য ব্যাধিতে তিনি আক্রান্ত বলেও জল্পনা হয়েছে মাঝে মাঝেই। এবার হৃদরোগের জল্পনা নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। তবে এবার রাশিয়া সেই জল্পনা উড়িয়ে দিল।