আজকাল ওয়েবডেস্ক: রাশিয়া-উইক্রেন যুদ্ধ চলছেই। যা বন্ধ করতে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। রাশিয়াকে একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিও দেন। এবার মার্কিন প্রেসিডেন্টের দাবি, সৌদি আরবের একটি পদক্ষেপেই নিমেষে মিটে যাবে পূর্ব ইউরোপের দুই দেশের যুদ্ধ। কী করতে হবে সৌদি আরব-কে? ট্রাম্প জানিয়েছেন, সৌদি এবং খনিজ তেল রফতানিকারী অন্যান্য ওপেক সদস্য দেশগুলির উচিত, তেলের দাম অবিলম্বে কমিয়ে দেওয়া। তা হলেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের ইতি ঘটবে।

বিশ্ব অর্থনীতি ফোরাম অনুষ্ঠিত হচ্ছে সুইৎজারল্যান্ডের ডাভোসে। সেখানেই বৃহস্পতিবার  নিজের বক্তব্য জানান ট্রাম্প। প্রেসিডেন্টের কথায়, এখনও পশ্চিম এশিয়ার তেল রফতানিকারী দেশগুলি তেলের দাম কমায়নি, তাতে তিনি হতবাক। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সৌদি-সহ বাকিদের বলে তিনি মনে করেন। 

পশ্চিম এশিয়ার পেট্রোলিয়াম রফতানিকার দেশগুলির সংস্থা ওপেক সদস্যদ দেশগুলির উদ্দেশে ট্রাম্প বলেন,  "সৌদি এবং ওপেক সকলকে আমি বলব, তেলের দাম কমান। আপনাদের এটা করতেই হবে। সত্যি কথা বলতে, এখনও যে এটা করা হয়নি, তাতে আমি অবাক। তেলের দাম কমলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। খনিজ তেলের দাম এখন অনেক বেশি। তাই যুদ্ধ চলবে। যুদ্ধ বন্ধ করতে চাইলে আপনাদের তেলের দাম কমাতে হবে। যা হচ্ছে, তার জন্য ওই দেশগুলি অনেকাংশে দায়ী। এত মানুষ মারা যাচ্ছেন, তেলের দাম কমার পর আমি সুদের হারও কমাতে বলব।"